এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শেষদিনের প্রচারে তৃণমূল সুপ্রিমোর বিস্ফোরক অভিযোগ, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

শেষদিনের প্রচারে তৃণমূল সুপ্রিমোর বিস্ফোরক অভিযোগ, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চৈত্রের উত্তাপের সাথে সাথে রাজনৈতিক উত্তাপও বেড়ে চলেছে রাজ্যে। আর একদিন পরেই নন্দীগ্রাম নির্বাচন। আজকে শেষ দফার প্রচারে নন্দীগ্রাম জমজমাট। নন্দীগ্রামে শেষ দফার প্রচারে নেমে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন বড়োসড়ো বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

 মুখ্যমন্ত্রী দাবি করলেন, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের গাড়ি থেকে টাকা দিয়ে নন্দীগ্রামের ভোট কেনা চলছে। এদিন সোনাচূড়া বাজার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ব্যবহার করে বিজেপি টাকা ছড়াচ্ছে গ্রামে এবং গ্রামবাসীদের ভয় দেখাচ্ছে। অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসে এই কুকীর্তি চালাচ্ছে বিজেপির বহিরাগতরা।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন এর যোগ্য জবাব দেওয়ার জন্য। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো আরও অভিযোগ করেন এবং বলেন, বিহার এবং উত্তর প্রদেশ থেকে বিজেপির গুন্ডারা এরাজ্যে এসেছে যারা মেয়েদের উপর অত্যাচার চালানোর ষড়যন্ত্র করছে। রীতিমতো দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে বলে তৃণমূল নেত্রী অভিযোগ করেন যা রাজ্য রাজনীতিতে এইমুহুর্তে হইচই ফেলে দিয়েছে।

 আজকে মঙ্গলবার দ্বিতীয় দফার ভোটের শেষ দিনের প্রচারে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের ভাঙাবেড়া শহীদ বেদী থেকে সোনাচূড়া বাজার পর্যন্ত একটি রোড শো করেন। আর তারপরেই সোনাচূড়া সভা থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল নেত্রী বলেন,  বিজেপির পক্ষ থেকে তাঁদের নিজেদের কোন মেয়েকে খুন করে তৃণমূলের ওপর দায় চাপানোর চেষ্টা চালানো হচ্ছে। এরপর নন্দীগ্রামে শুরু করবে দাঙ্গা। তৃণমূল নেত্রী নন্দীগ্রামের মানুষকে সতর্ক থাকার কথা বলেছেন। একই সাথে তৃণমূল নেত্রী এবার পুলিশের বিরুদ্ধেও মুখ খোলেন। তিনি বলেন, রাজ্যের পুলিশ নির্বাচন কমিশনের হাতের পুতুল হয়ে উঠেছে। মানুষের উপর অত্যাচার চালাচ্ছে তাঁরা। একই সাথে রাজ্য পুলিশকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারি দেন এদিন। 

পাশাপাশি তৃণমূল নেত্রী নন্দীগ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে নন্দীগ্রাম এবং বাংলা থেকে দূর করে দেওয়ার জন্য। একই সাথে তিনি এদিন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকেও একহাত নেন। তাঁর অভিযোগ, টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা চালাচ্ছে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের নির্বাচনের প্রচারপর্বের শেষ বেলা জমজমাট হয়ে রইল। নন্দীগ্রামে আবার এদিন প্রচার চালাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে স্পষ্ট, নন্দীগ্রামই এবারের নির্বাচনের অভিমুখ ঠিক করে দেবে। আর তাই নন্দীগ্রাম দখলের লড়াই এখন সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!