এখন পড়ছেন
হোম > রাজ্য > এসএফআই সমর্থক খুনে বেকসুর খালাস তৃণমূল কংগ্রেস নেতা সহ ১৩ জন টিএমসিপি কর্মী

এসএফআই সমর্থক খুনে বেকসুর খালাস তৃণমূল কংগ্রেস নেতা সহ ১৩ জন টিএমসিপি কর্মী

হাওড়ার আন্দুলে প্রভু জগবন্ধু কলেজের ছাত্র তথা এসএফআই সমর্থক স্বপন কোলে হত্যা মামলায় বেকসুর খালাস পেলো অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা-সহ ১৩ জন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ কর্মী ও সমর্থক।  মঙ্গলবার হাওড়া জেলার সেকেন্ড ফাস্ট ট্র্যাক কোর্টে উপযুক্ত প্রমাণ অভাবে অভিযুক্তদের বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হলো। এদিন ছিলো এই মামলার রায়দান। উল্লেখ্য ২০১০ সালের ১৬ই ডিসেম্বরে প্রভু জগত্‍বন্ধু কলেজের বিকম প্রথম বর্ষের ছাত্র স্বপন কোলেকে কলেজ ক্যাম্পাসেই পিটিয়ে মারা হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে অভিযুক্ত সন্দেহ করে তৃণমূল কংগ্রেস নেতা তুষার ঘোষ-সহ ১৩ জন  তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ কর্মী ও সমর্থকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় এতদিন অবধি মাত্র ৩ জনকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ ২০১০ সালের ঘটনার চার্জশিট দেয় ২০১৩ সালে । জানা যাচ্ছে এই চার্জশিটে অনেক লঘু ধারায় অভিযোগ আনা হয়েছিলো অভিযুক্তদের বিরুদ্ধে। এমনকি পরিকল্পিত খুনের ধারার পরিবর্তে অনিচ্ছাকৃত খুনের মামলা বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছিল। এখন অভিযোগ উঠছে এরফলে অভিযুক্তরা অনেক বাড়তি সুযোগ পেয়ে যায়। কিন্তু সব অভিযোগকে বুড়ো আঙ্গুল দেখিয়ে  প্রমাণাভাবে অভিযুক্তরা বেকসুর খালাস পেয়ে গেলো। উল্লেখ্য এই হত্যা মামলার অভিযুক্তরা এতদিন জামিনে মুক্ত ছিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!