এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শাহ-মমতা বৈঠক নিয়ে বিস্ফোরণ ঘটালেন শুভেন্দু ! ঘাসফুলে চরম হতাশা !

শাহ-মমতা বৈঠক নিয়ে বিস্ফোরণ ঘটালেন শুভেন্দু ! ঘাসফুলে চরম হতাশা !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যখন বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করছে বঙ্গ বিজেপি, ঠিক তখনই নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্ত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে তার ঘরে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই চিত্র সামনে আসার পরেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

অনেকেই বলতে শুরু করেছেন, এবার হয়তো সেটিং হয়ে গেল। আর এই খবর সামনে আসার পরেই বিজেপির নিচুতলার অনেক কর্মীরাও আশাহত হতে শুরু করেছিলেন। তবে বিজেপি কর্মীদের আশাহত হওয়ার যে কিছু নেই এবং এতে যে আদতে তৃণমূলের কোনো লাভ হবে না, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দিলেন, অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী একান্তে বৈঠক কোনো রাজনৈতিক কারণ নয়।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আমরা জানি না, মুখ্যমন্ত্রী ওনার চেম্বার দেখাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকেছেন, নাকি চা খাওয়াতে ডেকেছেন, নাকি অন্য কোন কারণে ডেকেছেন! তবে এই সাক্ষাতের সঙ্গে কোনো রাজনৈতিক কারণের ব্যাখ্যা করবেন না।”

একাংশ বলছেন, অমিত শাহ মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে বৈঠক করেছেন, এই বিষয়কে নিয়ে তৃণমূল হয়তো নানা প্রচার করতে পারতো। তারা বলতে পারতো যে, বঙ্গ বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বললেও অমিত শাহ তাতে কান দিচ্ছেন না। কিন্তু সেই সমস্ত বলার সুযোগ দিলেন না শুভেন্দু অধিকারী বলেই দাবি বিজেপির ঘনিষ্ঠ মহলের। শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন যে, তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যে লড়াই, সেই লড়াই চলবে। এমনকি অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতে রাজনৈতিক লড়াইয়ের বরফ যে গলবে না , শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর অন্তত তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!