এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শাহের রাজ্যে আসার আগেই দিলীপ ঘোষের ঘোষণা – তৃণমূলে যে কোন মুহূর্তে বিস্ফোরণ! শুরু জল্পনা

শাহের রাজ্যে আসার আগেই দিলীপ ঘোষের ঘোষণা – তৃণমূলে যে কোন মুহূর্তে বিস্ফোরণ! শুরু জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আসতে চলেছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নানা মহলে জল্পনা ছড়িয়েছে যে, সেই অমিত শাহর হাত ধরে তৃণমূলের অনেক হেভিওয়েট মন্ত্রী এবং বিধায়ক ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন। কারা কারা সেই তালিকায় রয়েছে, তা নিয়ে বর্তমানে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে। আর এই পরিস্থিতিতে তৃণমূলের যে‌ কোনো সময় বিস্ফোরন হতে পারে বলে মন্তব্য করে জল্পনাকে আরো বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলই চেষ্টা করছে একে অপরের ঘর ভাঙার। সেদিক থেকে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন রাজ্যে আসছেন, তখন তার হাত ধরে তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা, মন্ত্রী পদ্ম শিবিরে নাম লেখাতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। এমনিতেই তৃণমূলের এক হেভিওয়েট মন্ত্রী তথা দলের শীর্ষ নেতাকে নিয়ে বর্তমানে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মনে করা হচ্ছে, তিনি দলবদলের মত সিদ্ধান্ত নিতে পারেন। আর এই পরিস্থিতিতে অমিত শাহের সফরের আগে যেভাবে দিলীপ ঘোষ তৃণমূলে বিস্ফোরন হতে পারে বলে দাবি করলেন, তাতে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে।

সূত্রের খবর, এদিন মেদিনীপুরে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে সাংগঠনিক বৈঠক করেন তিনি। আর তারপরেই তৃণমূলের ভাঙ্গনের ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় মেদিনীপুরের বিজেপি সাংসদকে। তিনি বলেন, “তৃণমূলের বিভিন্ন নেতা-মন্ত্রী বিভিন্ন বক্তব্য রাখছেন। সমাজে সে নিয়ে চর্চা হচ্ছে। ওই পার্টিতে কোনো ভদ্রলোক আর থাকতে পারবে না। যে পরিস্থিতি হয়েছে, তাতে ওই পার্টিতে যে কোনো সময় বিস্ফোরণ হবে। পুরো পার্টি ভেঙে পড়বে। সেদিকেই গতিপ্রকৃতি হচ্ছে।” কিন্তু কারা কারা অমিত শাহের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে জল্পনা জিইয়ে রেখে দিলীপ ঘোষ বলেন, “ওনার সামনে যোগদানের কোনো কার্যক্রম নেই। তবে যোগদান নিয়মিত চলছে। 3 তারিখ আমি বিষ্ণুপুরে যাব। সেখানে ব্যাপক যোগদান হবে। 4 তারিখ চন্দ্রকোনায় যোগদান হবে। 7 তারিখ তমলুকে যোগদান হবে। এখন মূলত আমরা যোগদান মেলা করছি। আপাতত মন্ত্রীর কথা জানা নেই। তবে বিধায়করা যোগাযোগ করছেন। আমরা তাদের বলেছি, আপনারা প্রস্তুতি নিন। যেদিন আসবেন, আমরা আপনাদেরকে গ্রহণ করব। যে কোনো সময় এটা হতে পারে।” স্বভাবতই দিলীপ ঘোষের এই মন্তব্যে এখন নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে।

তবে দিলীপবাবু তৃণমূলে ভাঙ্গনের ব্যাপারে মন্তব্য করলেও, তার পাল্টা মন্তব্য করেছে তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষের এই বক্তব্যকে কার্যত ভিত্তিহীন বলে দাবি করেছে তারা। এদিন এই প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, “বিজেপির মত ঠুনকো ধাতু দিয়ে তৈরি তৃণমূল নয়। অনেক সংগ্রামের মধ্য দিয়ে এই দলটা গড়ে উঠেছে। তৃণমূল ভাঙবে না। উনিই ভেঙে পড়বেন।” অর্থ্যাৎ বিধানসভা নির্বাচনের আগে প্রচুর শাসকদলের বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ করছে বলে তৃণমূলের চিন্তা বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ। তবে তৃণমূল যে এতে চিন্তিত নয়, তা পাল্টা বুঝিয়ে দিলেন শাসকদলের নেতা অজিত মাইতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সত্যি সত্যি দিলীপ ঘোষের কথামত তৃণমূলে বিস্ফোরণ হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!