এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শাসকদলের গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকে গরহাজির উত্তর দিনাজপুরের ৩ হেভিওয়েট বিধায়ক, বাড়ছে জল্পনা

শাসকদলের গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকে গরহাজির উত্তর দিনাজপুরের ৩ হেভিওয়েট বিধায়ক, বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে বারংবার ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব‌। কিন্তু কোনো বার্তাই যে কাজে আসছে না, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। প্রায় চার মাস পর জেলা কমিটি গঠনের পরবর্তী সময়কালে অবশেষে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পুরো কমিটি বৈঠকে বসল। কিন্তু সেই বৈঠকে অনুপস্থিত থাকতে দেখা গেল জেলার তিন হেভিওয়েট তৃণমূল বিধায়ককে।

স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এবার জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে জেলা তৃণমূলের অন্দরে। জানা গেছে, এদিনের এই বৈঠকে ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী, ইটাহারের বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান অমল আচার্য, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান সহ জেলা কমিটির একাধিক সদস্যকে উপস্থিত থাকতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই জেলা কমিটির বৈঠক হলেও, কেন তারা অনুপস্থিত, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

একাংশ বলছেন, এই জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। বারবার রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সেই দ্বন্দ্ব বন্ধ করবার জন্য দেওয়া হয়েছে কড়া বার্তা। কিন্তু পরিস্থিতির যে কোনোকালেই কোনো উন্নতি হয়নি, তা আরও একবার পরিষ্কার হয়ে গেল। যেখানে এদিনের এই জেলা কমিটিতে একাধিক বিধায়কের অনুপস্থিতি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে আরও তীব্র থেকে তীব্রতর ভাবে ফুটিয়ে তুলল বলেই দাবি বিশেষজ্ঞদের।

কেন তারা এই বৈঠকে উপস্থিত থাকলেন না? এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক অমল আচার্য বলেন, “আমি সকালের দিকে একটি কর্মসূচিতে কানাইয়াবাবুর সঙ্গে দেখা করি। কিন্তু পারিবারিক কিছু কারণের জন্য জেলা কমিটির মিটিংয়ে উপস্থিত থাকতে পারিনি।” অন্যদিকে এই ব্যাপারে ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন, “এলাকায় বঙ্গধ্বনী কর্মসূচিতে অংশ নিয়েছিলাম। সেজন্য মিটিংয়ে যেতে পারিনি। আমি যে যেতে পারব না, তা জেলা সভাপতিকে অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই ব্যাপারে তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি। তবে গোটা বিষয়ে জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, “19 জানুয়ারি জেলায় ফিরহাদ হাকিম আসবেন। এখানে একটি সভা করবেন। সেই বিষয়টি নিয়ে মিটিংয়ে আলোচনা হয়েছে। জেলা কমিটিতে যাদের নাম বাদ পড়েছে, তাদের নাম প্রস্তাব করলে তা রাজ্য নেতৃত্বের কাছে পাঠাব। অনুমোদন পেলে তাদের জেলা কমিটিতে নেওয়া হবে। করিম সাহেব সহ তিন বিধায়ক আমাকে অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন যে, তারা এদিনের মিটিংয়ে থাকতে পারবেন না।”

কিন্তু মুখে জেলা তৃণমূল সভাপতি থেকে শুরু করে বিধায়করা যে কথাই বলুক না কেন, তলায় তলায় যে একটা চাপা উত্তেজনা কাজ করছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। যদি এই জেলা কমিটির বৈঠকে অনুপস্থিতির কারণ হিসেবে গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করে, তাহলে আগামীদিন যে তৃণমূলের ক্ষেত্রে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!