এখন পড়ছেন
হোম > রাজ্য > শক্তি বাড়িয়ে ভয়াবহ হচ্ছে ইয়াস, জেনে নিন গতিপ্রকৃতি!

শক্তি বাড়িয়ে ভয়াবহ হচ্ছে ইয়াস, জেনে নিন গতিপ্রকৃতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   যত সময় যাচ্ছে, ততই ভয়াবহ হয়ে উঠছে ঘূর্ণিঝড় ইয়াস। প্রথমে কথা ছিল, বুধবার সন্ধ্যের দিকে তা আছড়ে পড়তে পারে। কিন্তু ধীরে ধীরে সময় এগিয়ে আসতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, স্থলভাগের আরও কাছাকাছি চলে এসেছে ভয়াবহ এই ঘূর্ণিঝড়। বর্তমানে দীঘার সমুদ্র সৈকত থেকে 170 কিলোমিটার দূরে অবস্থান করছে এই প্রাকৃতিক দুর্যোগ। যার জেরে আতঙ্কের প্রমাদ গুনছে শুরু করেছে গোটা রাজ্যের মানুষ।

সরাসরি ভাবে উত্তরবঙ্গের জেলা বা দক্ষিণবঙ্গের অনেক জেলাতে এই ঝড়ের প্রভাব না পড়লেও, মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় এই ঝড়ের প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর সময় যত এগিয়ে আসছে, ততই আতঙ্ক বাড়ছে। নির্দিষ্ট সময়ের আগে যেভাবে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে তার গতিপথ যদি বাড়ে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, ইতিমধ্যেই ওড়িশার ধামরা এবং বালেশ্বরের মধ্যবর্তী উপকূল ভাগের 40 কিলোমিটার দূরে অবস্থান করছে ইয়াস নামক ঘূর্ণিঝড়। যার জেরে ধামরা রোড কার্যত বিপর্যস্ত হয়ে গিয়েছে। সমুদ্রের জলোচ্ছ্বাস এবং গর্জন এর আগে কেউ দেখেছেন কিনা, তা ঠিক মনে করতে পারছেন না কেউই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর বর্তমানে দীঘা থেকে 170 কিলোমিটার দূরে অবস্থান করা এই ইয়াস যদি একই গতিপ্রকৃতি রেখে যদি সমুদ্রসৈকতে আছড়ে পড়ে, তাহলে তা আয়লা এবং আম্ফানের মত ঘূর্ণিঝড়কে মিলিয়ে দিয়ে নতুন ইতিহাস তৈরি করবে বলে মনে করছেন একাংশ। স্বাভাবিক ভাবেই আতঙ্ক ক্রমশ বাড়ছে উপকূলবর্তী এলাকার মানুষদের মধ্যে। ইতিমধ্যেই এই ব্যাপারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের একাংশ বলছেন, অনেক সময় দেখা যায়, প্রাকৃতিক দুর্যোগ যতটা ভয়াবহভাবে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে, ধীরে ধীরে তা আসতে আসতে সেই মেঘ অনেকটাই কাটতে থাকে। ফলে যতটা সম্ভাবনা থাকে, পরবর্তীতে ঠিক ততটা দুর্যোগ হয় না। কিন্তু ইয়াসের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা।

শক্তি কমানো তো দূরের কথা, যে সময়ে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতে আছড়ে পড়ার কথা ছিল, তার অনেক আগেই তা আছড়ে পড়তে চলেছে। বুধবার সকাল দশটার মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!