এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শ্যামাপ্রসাদের জন্মদিনে অনুপস্থিত বিজেপি, তীব্র কটাক্ষ অধ্যক্ষের !

শ্যামাপ্রসাদের জন্মদিনে অনুপস্থিত বিজেপি, তীব্র কটাক্ষ অধ্যক্ষের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে এত গর্ব করে ভারতীয় জনতা পার্টি, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন বিধানসভায় পালন হলেও, সেখানে অনুপস্থিত থাকতে দেখা গেল বিজেপি বিধায়কদের। যার ফলে রীতিমতো বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি অভিযোগ করলেন যে, বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে চায়। আর সেই কারণেই তারা বিধানসভায় ভারত কেশরীর জন্মদিন অনুষ্ঠিত হলেও, সেখানে উপস্থিত না থেকে নিজেদের মনোভাবের পরিচয় দিলেন।

সূত্রের খবর, এদিন বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বিজেপি বিধায়কদের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ ছুড়ে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বলেন, “শ্যামাপ্রসাদকে ওরা রাজনৈতিক গুরু বলে মনে করেন। তারপরেও বিধানসভার এই অনুষ্ঠানে ওরা হাজির হলেন না। সংসদীয় রীতিনীতি এরা মানেন না। আগে কখনও এমনটা হয়নি। কিন্তু এই বিরোধী দলনেতা বা বিরোধী দলের সদস্যরা বিধানসভার কোনো কর্মসূচিতে থাকেন না। বিজেপির কাছে তো আজকের দিনটা নাকি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তা সত্ত্বেও তারা এলেন না। শ্যামা প্রসাদকে যদি বিজেপি ঘরে আবদ্ধ করে রাখতে চায়, তাহলে আমার কিছু বলার নেই। আমরা আমাদের মত করে উদযাপন করলাম।”

অর্থাৎ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট করলেন যে, তারা নিজেদের মতো করে সম্মান জানালেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। কিন্তু বিজেপি বিধায়করা বিধানসভার অলিন্দে এই কর্মসূচি হলেও, সেখানে অংশগ্রহণ না করে আদতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অপমান করলেন বলেই বোঝানোর চেষ্টা করলেন বিমান বন্দোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!