এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা নির্বাচনের আগে জল্পনা বাড়িয়ে বিজেপিতে যোগ দিলেন শংকর সিংয়ের পুত্র

লোকসভা নির্বাচনের আগে জল্পনা বাড়িয়ে বিজেপিতে যোগ দিলেন শংকর সিংয়ের পুত্র


আসছে লোকসভা নির্বাচন – আর তার আগে ঘর গুছোনোর কাজে ব্যস্ত যুযুধান সব পক্ষই। রাজনৈতিক দলবদল থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে প্রথিতযশাদের রাজনীতিতে প্রবেশ – সবই শুরু হয়ে গেছে সন্তপর্ণে। আর এবার এসবের মাঝেই জল্পনা বাড়িয়ে গুজরাটের অন্যতম সিনিয়র কংগ্রেস নেতা শঙ্কর সিং বাঘেলার পুত্র তথা প্রাক্তন কংগ্রেস বিধায়ক মহেন্দ্র সিং বাঘেলা যোগ দিলেন বিজেপিতে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

নরেন্দ্র মোদী-অমিত শাহের আপন দেশ গুজরাট নিয়ে এমনিতেই বেশ অস্বস্তিতে গেরুয়া শিবির। গত লোকসভা নির্বাচনে রাজ্যের ২৬ টি আসনের মধ্যে সবকটা বিজেপির ঝুলিতে এলেও, মাত্র কয়েকমাস আগে হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে ছবিটা সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। কোনোরকমে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলেও, হার্দিক পটেল-আল্পেশ ঠাকুর-জিগনেশ মেবানির মত তিন তরুণ তুর্কিকে নিয়ে সেখানে পাশার চাল প্রায় পাল্টে দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনে গুজরাটে গেরুয়া শিবিরকে আরো বড় ধাক্কা দিতে তলায় তলায় সলতে পাকাতে শুরু করে দিয়েছে কংগ্রেস। আর তারই পাল্টা দিতে মহেন্দ্র সিং বাঘেলাকে দলে নিয়ে মাস্টারস্ট্রোক দিল বিজেপি বলেই ধারণা রাজনৈতিক মহলের। প্রসঙ্গত ২০১২ সালে কংগ্রেসের টিকিটে মহেন্দ্র বিধায়ক হলেও, গতবছরে হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাই আসন্ন লোকসভা নির্বাচনে কি তিনি বিজেপির টিকিটে সাংসদ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেই এই দলবদল করলেন – গতকাল থেকেই এই জল্পনা ঘুরপাক খাচ্ছে গুজরাটের আকাশে-বাতাসে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!