এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > শান্তনুর মান ভাঙাতে নাকি বড় কোনো উদেশ্যে ঠাকুর বাড়িতে কৈলাশ, বাড়ছে জল্পনা

শান্তনুর মান ভাঙাতে নাকি বড় কোনো উদেশ্যে ঠাকুর বাড়িতে কৈলাশ, বাড়ছে জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 এর লোকসভা নির্বাচন থেকেই মতুয়ারা তৃণমূল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 2019 এর লোকসভা নির্বাচনে মতুয়াদের অধিকাংশই গেরুয়া শিবিরের ভোটবাক্সে তাঁদের ভোট প্রদান করেন এবং মতুয়া মহলেও দেখা যায় বিরোধ। আলাদা হয়ে যান মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের শিবির। শান্তনু ঠাকুর যোগ দেন গেরুয়া শিবিরে এবং লোকসভা নির্বাচনে জিতে তিনি এলাকার সাংসদ হন। কিন্তু একুশের বিধানসভা নির্বাচন যত কাছে আসছে ততই গেরুয়া শিবিরের বিরুদ্ধে মতুয়াদের ক্ষোভ প্রকাশ পাচ্ছে। ইতিমধ্যেই শান্তনু ঠাকুরও গেরুয়া শিবিরের বিরুদ্ধে যথেষ্ট বিরোধী ইঙ্গিতপূর্ণ মনোভাব প্রকাশ করেছেন।

আর এবার শান্তনু ঠাকুরের মান ভাঙাতে মতুয়াদের ঠাকুরবাড়িতে হাজির হলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে গেছেন বনগাঁ অঞ্চলে। এবং তিনি মতুয়াদের প্রতি বার্তা দিয়েছেন, এ রাজ্যে থাকতে গেলে তাঁদের কোনো শংসাপত্র লাগবে না। অন্যদিকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি শিবির মতুয়াদের আশ্বাস দিয়েছিলেন, নাগরিকত্ব প্রদানের। কিন্তু বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মতুয়াদের যে আশ্বাস দিয়েছেন, তা কিন্তু গেরুয়া শিবিরকে এক ধাক্কায় বেশ কিছুটা পিছিয়ে দিয়েছে। আর তাই এবার সর্বশক্তি নিয়ে মতুয়াদের আবার পাশে পেতে ঝাঁপাতে চলেছে বিজেপি।

জানা গিয়েছে আগামী উনিশে ডিসেম্বর বনগাঁয় সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে এদিন ঠাকুরবাড়িতে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকে হাজির ছিলেন শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, মঞ্জুলকৃষ্ণ ঠাকুররা। তবে কেন এই বৈঠক তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের অলিতে-গলিতে চলছে কানাঘুষো। মনে করা হচ্ছে, শান্তনু ঠাকুরের রাগ ভাঙ্গানোর জন্যই এই বৈঠক। প্রসঙ্গত, কয়েকদিন আগেই মতুয়া মহা সমাজের নাগরিকত্ব পেতে দেরি হওয়া নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন শান্তনু ঠাকুর। তবে জানা যাচ্ছে, রাগ ভাঙানো ছাড়াও অন্য একটি উদ্দেশ্য আছে কৈলাস বিজয়বর্গীয়র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সামনেই কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদল ঘটতে চলেছে। সাংসদদের অনেকেই কেন্দ্রীয় মন্ত্রীসভায় যাওয়ার সুযোগ পেতে চলেছেন। সেক্ষেত্রে মোদী সরকারের তালিকায় শান্তনু ঠাকুরের নাম রয়েছে বলে শোনা যাচ্ছে। তবে তিনি পূর্ণ মন্ত্রী হবেন না প্রতিমন্ত্রী হবেন, তা নিয়ে বিশেষ কিছুই জানা যায়নি। শুধু খবর, কৈলাস বিজয়বর্গীয় শান্তনু ঠাকুরদের সঙ্গে বৈঠকে এই কথাই জানাতে গিয়েছিলেন। তবে এবার দেখার, শান্তনু ঠাকুর কি শেষ পর্যন্ত বিজেপির টোপ গিলবেন? নাকি এই সুযোগে নাগরিকত্ব নিয়ে মতুয়া বা রাজবংশীদের নিয়ে দর কষাকষি চালাবেন ঠাকুর বাড়ির সদস্যরা? অন্যদিকে প্রশ্ন উঠছে, শান্তনুকে তুষ্ট করলেই কি মতুয়াদের মন পাওয়া যাবে?

তার উত্তরে কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন, মতুয়া শিবির গেরুয়া শিবিরের থেকে যা পেয়েছে তাতে তাঁরা আর কখনোই অন্য কোন দলে যাবেন না। আপাতত দেখার, কৈলাস বিজয়বর্গীয় দাবি কতদূর সত্যি হয়। একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই কিন্তু রাজ্যজুড়ে উত্তেজনা বাড়ছে। এই অবস্থায় লোকসভা নির্বাচনে হারানো আসন ফিরিয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। পাশাপাশি গেরুয়া শিবিরও নিজেদের জেতা আসন ধরে রাখতে বদ্ধপরিকর। আর এই পরিপ্রেক্ষিতে মতুয়ারা কিন্তু দুজনের কাছেই বড়োসড়ো তাস বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে শান্তনু ঠাকুরকে পাশে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই কৈলাস বিজয়বর্গীয় সেই পদক্ষেপই গ্রহণ করলেন বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!