এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শান্তিনিকেতনে গিয়ে মুখ্যমন্ত্রী পাল্টা আক্রমণ শানালেন বিজেপিসহ বিশ্বভারতী কর্তৃপক্ষকে

শান্তিনিকেতনে গিয়ে মুখ্যমন্ত্রী পাল্টা আক্রমণ শানালেন বিজেপিসহ বিশ্বভারতী কর্তৃপক্ষকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন যাবৎ বাংলার রাজনীতিতে অন্যতম জায়গা করে নিয়েছে শান্তিনিকেতন। এই মুহূর্তে একুশের বিধানসভার মসনদ দখল করতে প্রধান প্রতিপক্ষ হিসেবে লড়াইয়ে নেমেছে তৃণমূল এবং বিজেপি। কিছুদিন আগেই গেরুয়া শিবির থেকে মনীষীদের নাম নিয়ে উল্টোপাল্টা তথ্য প্রকাশ করায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন। এদিন আবারও বোলপুরের সভা থেকে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাংবাদিক বৈঠকে এর আগেও বিশ্বভারতী কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন আবারও বিশ্বভারতী কর্তৃপক্ষের পাশাপাশি গেরুয়া শিবিরকেও দায়ী করেন তিনি।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন জমি বিতর্কে। আর এবার মুখ্যমন্ত্রী বোলপুর থেকে জানালেন, তিনি গেরুয়া শিবিরের কুকথার প্রতিবাদ করতেই বোলপুরে এসেছেন। অন্যদিকে অমর্ত্য সেনকে প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়াভাবে বলেন, বহিরাগতরা শান্তিনিকেতন সম্পর্কে বিশেষ কিছুই জানেন না। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, বহিরাগত বলতে এখানে গেরুয়া শিবিরকেই উল্লেখ করা হয়েছে। কিছুদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রবীন্দ্রনাথের জন্মভূমি শান্তিনিকেতনে বলে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিলেন রাজনৈতিক মহলে।

আর এরই সুযোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রবীন্দ্রনাথের সাথে সাথে বহিরাগতরা নজরুল সম্পর্কেও কিছুই জানেন না। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে এদিন কড়াভাবে আক্রমণ করেছেন। এমনকি তাঁকে বিজেপির মার্কামারা বলেও কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কলকাতা কিংবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া শিবির সেভাবে কিছু করে উঠতে পারেনা, যেরকম বিশ্বভারতীতে করতে পারে। আর এর পেছনে যে বিশ্বভারতীর উপাচার্য রয়েছেন সে ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী। বিশ্বভারতীর পাঁচিল দেওয়া নিয়েও এদিন বিতর্ক বাড়ান তৃণমূল নেত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগে বিশ্বভারতীর পাঁচিল দেওয়া নিয়ে শুরু হয় ব্যাপক গন্ডগোল। কিন্তু মুখ্যমন্ত্রীর মতে, রবীন্দ্রনাথ ঠাকুর খোলা মন নিয়ে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সেখানে এখন পাঁচিল দিয়ে কারাগার বানানো হচ্ছে। অন্যদিকে বিশ্বভারতী জমি বেহাত হওয়া আটকাতেই পাঁচিল দেওয়া শুরু করেছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি বিশ্বভারতীতে সংকীর্ণ রাজনীতির অবাধ প্রবেশ করছে বলে এদিন মুখ্যমন্ত্রী নিশ্চিত মন্তব্য করেছেন। অন্যদিকে বিজেপি নেতারা সোনার বাংলা তৈরি করার যে দাবি করছেন একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, সেই দাবিকেও এদিন তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান, রবীন্দ্রনাথ সোনার বাংলা আগেই তৈরি করে গিয়েছেন। রাজ্যজুড়ে এই মুহূর্তে তাপমাত্রার পাড়া পতন শুরু হয়েছে। কিন্তু বাংলার রাজনীতিতে আবহাওয়ার পাড়া পতন কোন প্রভাব ফেলতে পারেনি বরং পাল্টা রাজনৈতিক পাড়া ঊর্ধ্বমুখী হয়েছে এবং উত্তাপ বাড়াচ্ছে বাংলায়। আর এই রাজনৈতিক তাপমাত্রার ঊর্ধ্বমুখী পরিস্থিতি তৈরি করেছে রাজ্যের অন্যতম দুই রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি। অমিত শাহের বোলপুরে রোড শোকে টেক্কা দিতে এদিন হয়ে গেল সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গেরুয়া শিবিরকে একের পর এক আক্রমণ করে চলেছেন, তাতে আগামী দিনের রাজনৈতিক যুদ্ধ যে অন্য মাত্রা নিতে চলেছে সে কথা স্পষ্ট।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!