এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শাহের সফরেই মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বোমা ফাটালেন শুভেন্দু!

শাহের সফরেই মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বোমা ফাটালেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গকে আলাদা রাজ্য ভেবে কেন্দ্রের কোনো সিদ্ধান্ত মানে না তৃণমূল কংগ্রেস, বারবার এই অভিযোগ করতে দেখা যায় রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে। আর এবার কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত দুর্গাপুজোর স্বীকৃতি নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠান হলেও, সেখানে রাজ্যকে আমন্ত্রণ না জানানো নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বিষয়টিকে হাতিয়ার করেই পাল্টা বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। যেখানে পশ্চিমবঙ্গকে আলাদা রাজ্য ভেবে নিজেকে তার প্রধানমন্ত্রী ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত, বাংলার দুর্গাপুজো স্বীকৃতি পাওয়ার কারণেই এই উৎসব। তবে আশ্চর্যজনকভাবে এই অনুষ্ঠানে রাজ্যের পক্ষ থেকে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। আর সেই বিষয় নিয়েই এদিন শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “কোনো রাজ্যের সুপারিশে ইউনেস্কো দেয় না। ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রক দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করার জন্য চিঠি দিয়েছিল। উনি সবসময় ভাবেন, পশ্চিমবঙ্গ একটা আলাদা রাষ্ট্র। আর সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি। এই জন্যই বাংলাদেশের জয়বাংলা স্লোগান বলেন। কিন্তু ওনার জেনে রাখা উচিত, ইউনেস্কো বা কোনো আন্তর্জাতিক সংস্থাকে উনি সরাসরি লিখতে পারেন না। এটা বিদেশ নীতির পরিপন্থী। ভারত সরকার সুপারিশ করেছে। কেন্দ্র সুপারিশ করেছে বলেই ইউনেস্কো হেরিটেজ তকমা পেয়েছে।”

স্বভাবতই শুভেন্দু অধিকারী এই কথা বলে রাজ্যের দাবিকে সম্পূর্ণরূপে খন্ডন করে দিলেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কেন্দ্রের সুপারিশের কারণেই বাংলার দুর্গাপুজো আন্তর্জাতিক ক্ষেত্রে স্থান পেয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করে শোরগোল ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!