এখন পড়ছেন
হোম > অন্যান্য > শাড়ি না রত্ন-ভান্ডার? পৃথিবীর সবথেকে দামীটির ইতিবৃত্ত শুনলে মাথা ঘুরে যাবে! জানুন বিস্তারে

শাড়ি না রত্ন-ভান্ডার? পৃথিবীর সবথেকে দামীটির ইতিবৃত্ত শুনলে মাথা ঘুরে যাবে! জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  শাড়ি আমাদের দেশের নারীদের সবচেয়ে বেশি জনপ্রিয় পোষাক, এ কথা তো সবাই জানি। বালুচরি, কাঞ্জিভরম, বেনারসী, টাঙ্গাইল, তাঁত, সিল্ক, জামদানী – শাড়ির কতো কতো জাতি, বর্ণ, প্রকার! সমগ্র ভারতবর্ষে তথা বাংলাদেশ জুড়ে শাড়ির জয়জয়কার। তবে আজ আপনাদের বলবো পৃথিবীর সবচেয়ে দামী শাড়ির কথা যা এই দেশেই তৈরি হয়েছিল। ২০০৮ সালে এই শাড়িটি ৩৯ লক্ষ ৩১ হাজার ৬২৭ টাকায় বিক্রি হয়! গিনেস বুক অফ রেকর্ডেও এই শাড়িটি বিশ্বের সব চেয়ে দামী শাড়ী রূপে নথিভুক্ত হয়।

কী, শুনে ভিরমি খেলেন? ভাবছেন কী এমন আছে এই শাড়িতে? তবে আসুন, জেনে নিই এই শাড়ির ইতিবৃত্ত। এই শাড়িটি চেন্নাই সিল্ক দিয়ে তৈরি এবং এতে বিখ্যাত চিত্রকার রাজা রবি বর্মার ১১ টি হাতে আঁকা ছবি রয়েছে। এবার আসুন, জেনে নিই এই শাড়িতে কী কী মূল্যবান বস্তু ব্যাবহার করা হয়েছে —

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সোনা — ৫৯ গ্রাম, ৭০০ মিলি গ্রাম
হিরা —- ৩ ক্যারেট ৯১৩ সেন্ট
প্ল্যাটিনাম — ১১২ মিলি গ্রাম
রূপা — ৫ গ্রাম
রুবি — ২ ক্যারাট ৯৮৫ সেন্ট
পান্না — ৫৫ সেন্ট
হলুদ নীলা — ৩ সেন্ট
নীলা — ৫ সেন্ট
ক্যাট আই — ১৪ সেন্ট
টোপাজ — ১০ সেন্ট
মুক্ত — ২ গ্রাম
প্রবাল — ৪০ মিলিগ্রাম

৮ কেজি ওজন বিশিষ্ট এই শাড়িটির নাম “বিবাহ পাতু”। ভাবছেন বুঝি, এটি শাড়ি না রত্ন ভান্ডার! হয়তো দুটোই!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!