এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ পুলিশ, সোচ্চার দিলীপ ঘোষ!

শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ পুলিশ, সোচ্চার দিলীপ ঘোষ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পুলিশ ছাড়া তৃণমূলের পাশে কেউ নেই, এই কথা বারবার বলতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের। আর এবার বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতে গিয়ে এক পুলিশকে গুলিবিদ্ধ হতে হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর এই বিষয়টিকে হাতিয়ার করেই পুলিশের কাজ এখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আটকানো বলে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

 

সূত্রের খবর, এদিন এই বিষয় নিয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “পুলিশের কাজ এখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আটকানো। সমাজবিরোধীরা সবাই তৃণমূলের দিকে চলে গিয়েছে। আর সমাজ বিরোধীদের কিছু বলতে পারবে না পুলিশ। সেই কারণে গুলিবিদ্ধ হতে হচ্ছে।” অর্থাৎ প্রশাসনকে যে সম্পূর্ণভাবে নিজেদের কাজে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!