এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভার লক্ষ্যে তৃণমূলের কর্মীসভা! অনুপস্থিত হেভিওয়েট সাংসদ-বিধায়ক, তুমুল জল্পনা শাসকদলেই

বিধানসভার লক্ষ্যে তৃণমূলের কর্মীসভা! অনুপস্থিত হেভিওয়েট সাংসদ-বিধায়ক, তুমুল জল্পনা শাসকদলেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচন যত এগিয়ে আসছে ততই শাসক শিবিরের অভ্যন্তরের অন্তর্দ্বন্দ্ব ক্রমাগত প্রকট হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে এবং তা নিয়ে শুরু হচ্ছে বিতর্ক। রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ইতিমধ্যে চিন্তায় ফেলেছে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সম্প্রতি হুগলি জেলার গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা। দলের অন্দরেও এই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

মঙ্গলবার পুড়শুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে একটি কর্মীসভার আয়োজন করা হয়েছিল। এই কর্মী সভায় উপস্থিত হওয়ার কথা ছিল দলের সমস্ত নেতাকর্মীদের। কিন্তু আদতে দেখা গেল চিত্রটা সম্পূর্ণ অন্য। এই কর্মী সম্মেলনে আরামবাগের সংসদ সদস্য অপরুপা পোদ্দার সহ বিধায়ক এম নুরুজ্জামান ও বেশিরভাগ পঞ্চায়েত সমিতির সভাপতি ও নেতাকর্মীদের একাংশ অনুপস্থিত ছিলেন। যার ফলে হুগলি জেলার দলীয় বিভাজনের ছবিটা আরও বেশী স্পষ্ট হয়ে উঠল প্রকাশ্যে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, পুড়শুড়া বিধানসভা কেন্দ্রের 15 টি গ্রাম পঞ্চায়েতই শাসকদলের পরিচালিত। 15 টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে শুধু মাত্র হাতে গোনা কয়েকটি পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান এই কর্মীসভায় উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এমনকি ব্লকের যুব নেতৃত্বও এই অনুষ্ঠানে যোগ দেয়নি বলে জানা গেছে। অন্যদিকে হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদবকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি পুরো ব্যাপারটি এড়িয়ে যান। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই আরামবাগের সাংসদ সদস্য অপরুপা পোদ্দার এবং হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদবের মধ্যে রাজনৈতিক দূরত্ব যে ক্রমশ বাড়ছে সেকথা স্পষ্ট হয়ে উঠেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুদিন আগেই অপরুপা পোদ্দার হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদবের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন। অভিযোগ তুলেছিলেন, তাঁর এলাকায় দিলীপ যাদব মিটিং করলেও তাঁকে কোন সভা বা মিটিংয়ে ডাকা হয়না। এবং এতে নিচু তলার কর্মীদের কাছে ভুল বার্তা যাচ্ছে বলে দাবী করেছিলেন তিনি। অপরুপা পোদ্দার এবং দিলীপ যাদবের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই পুড়শুড়া বিধানসভা কেন্দ্রের কর্মী সম্মেলনে অপরূপা পোদ্দারসহ বেশিরভাগ নেতাকর্মীর অনুপস্থিতি সে দিকেই ইঙ্গিত করছে।

তৃণমূল সভাপতি দিলীপ যাদব জানিয়েছেন, পুরো বিষয়টি দলের অভ্যন্তরীণ ব্যাপার। তবে তিনি জানিয়েছেন, দলের যুব বা মাদার গোষ্ঠীর মধ্যে বিরোধিতার কোন বিষয় নেই। বিশেষজ্ঞদের মতে, রাজ্যজুড়ে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমাগত বেড়ে চলেছে শাসক দলের অন্দরে, তা স্বাভাবিকভাবেই দলকে চরম অসস্তির মুখে দাঁড় করিয়েছে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে যেভাবে শাসক শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে চলেছে, তা বন্ধ করতে না পারলে আগামী দিনে কিন্তু চরম বিপর্যয়ের মুখে পড়তে হবে শাসক দলকে। আর তা একুশের নির্বাচনে বিধানসভার মসনদ দখলের পথে তৃণমূলের সামনে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে চলেছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!