শতাব্দী মানভঞ্জনের চেষ্টা তৃণমূলের, পৌঁছে গেলেন কুনাল ঘোষ! তৃণমূল রাজনীতি রাজ্য January 15, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী দলবদল করার পরেই তৃণমূলের নানা নেতা-নেত্রী একটু অন্যরকম মন্তব্য করলেই রীতিমত শোরগোল পড়ে যেতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। বর্তমানে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে নিয়ে জল্পনা ক্রমশ দীর্ঘায়িত হতে শুরু করেছে। তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সেই জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। আর এই পরিস্থিতিতে সেই শতাব্দী রায় যাতে দলত্যাগ না করেন এবং বিজেপিতে যোগ দেওয়ার মত সিদ্ধান্ত না নেন, তার জন্য পদক্ষেপ গ্রহণ করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, শতাব্দী রায়ের একটু ভিন্ন বক্তব্য সামনে আসার পরে এবং তার দিল্লি যাত্রা জোরালো হওয়ার সাথে সাথেই তার মানভঞ্জনের উদ্যোগ নিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। জানা গেছে, শুক্রবার সকালে তাকে ফোন করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর তারপরেই দুপুরে তার বাড়িতে গিয়ে শতাব্দী রায়ের সঙ্গে দেখা করেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এখন যে কাউকেই অন্যদলে যাওয়ার রাস্তা এবং সিদ্ধান্ত গ্রহণের মত সিদ্ধান্ত নিতে দিতে চাইছেন না, তা এই উদ্যোগেই পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট করেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। যেখানে তিনি লেখেন, “2021 খুব ভালো কাটুক। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এলাকার সঙ্গে আমার নিয়মিত নিবিড় যোগাযোগ। কিন্তু ইদানীং অনেকে প্রশ্ন করছেন কেন আমাকে বহু কর্মসূচিতে দেখা যাচ্ছে না! তাদের বলছি, আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। কিন্তু মনে হয়, কেউ কেউ চায় না, আমি আপনাদের কাছে যাই।” আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর তার এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছিল। আর তারপরে শতাব্দী রায় জানিয়ে দেন, আগামী 16 জানুয়ারি তিনি তার সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে শতাব্দী রায়ের দিল্লি সফরকে কেন্দ্র করে সেই জল্পনা আরও বৃদ্ধি পেতে শুরু করে। তাহলে কি তিনি বিজেপিতে যোগদান করছেন! এই প্রশ্ন জোরালো হয়ে উঠতে শুরু করে বঙ্গ রাজনীতিতে। স্বাভাবিকভাবেই একের পর এক জনপ্রতিনিধি যদি এইভাবে বিজেপিতে পা বাড়াতে থাকেন, তাহলে নির্বাচনের আগে যে অস্বস্তি বাড়বে তৃণমূল কংগ্রেসের, তা বলার অপেক্ষা রাখে না। তাই শেষ মুহূর্তে শতাব্দী রায়ের মানভঞ্জন করতে এবার তার বাড়িতে পৌঁছে গেলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। পর্যবেক্ষকদের অনেকে বলছেন, যত দিন যাচ্ছে, ততই তৃণমূল ভাঙতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পর তৃণমূলের আশঙ্কার আরও বৃদ্ধি পেতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে শতাব্দী রায়কে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছিল। তার দিল্লি সফর শুধুমাত্র বিজেপিতে যোগ দেওয়া সময়ের অপেক্ষা বলে দাবি করতে শুরু করেছিলেন একাংশ। আর এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত শতাব্দী রায় যাতে দলবদলের মত কোনো সিদ্ধান্ত গ্রহণ না করেন, তার জন্য এবার তার বাড়িতে পৌঁছে যেতে হল তৃণমূলের হেভিওয়েট নেতাকে। তবে কুণালবাবু শতাব্দী রায়ের মানভঞ্জন করতে তার বাড়িতে পৌঁছে গেলেও শেষ পর্যন্ত এই তৃণমূল সাংসদের মানভঞ্জন কতটা সম্ভব হয়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -