এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > শেষ হলো নৈহাটি বিস্ফোরণের তদন্ত, চার্জশীট জমা করল এনআইএ

শেষ হলো নৈহাটি বিস্ফোরণের তদন্ত, চার্জশীট জমা করল এনআইএ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নৈহাটি বিস্ফোরণের ঘটনা আশাকরি সবার মনে আছে। ভরদুপুরে আচমকা প্রবল আওয়াজে কেঁপে উঠেছিল হুগলি নদীর দুই তীর। খোঁজ নিয়ে জানা যায়, প্রচুর পরিমাণে বিস্ফোরক বাজেয়াপ্ত করার সময় তা আচমকা ফেটে যায়। এই ঘটনায় আশেপাশের মানুষের আতঙ্ক মাত্রাছাড়া হয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু হয়। একইসাথে এই ঘটনার গায়ে লাগে রাজনৈতিক রঙ। গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, নৈহাটি এলাকায় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র জমা আছে। স্বাভাবিকভাবেই প্রশাসনের গাফিলতির অভিযোগ তোলে বিরোধীরা। দীর্ঘ সময় ধরে তদন্ত চলার পর বুধবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির বিশেষ আদালতে এনআইএ এর পক্ষ থেকে চার্জশিট জমা করা হলো।

নৈহাটির দৈবকে প্রথমে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে গত বছর।  নৈহাটি দৈবকে একটি বাজি কারখানায় প্রথমে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে গিয়ে পুলিশ গিয়ে প্রাথমিকভাবে প্রচুর বিস্ফোরক আটক করে। ঐ ঘটনায় পুলিশ কারখানার মালিকসহ দুজনের নামে থানায় মামলাও করে। এরপর সেই বাজেয়াপ্ত বিস্ফোরক যখন গঙ্গার ধারে নৈহাটির রামঘাটে নিষ্ক্রিয় করা চলছিল, সে সময় হঠাৎ করে প্রচন্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে হুগলি নদীর দুই পাড় কেঁপে ওঠে। এলাকার বেশ কয়েকটি বাড়ি ক্ষতির সম্মুখীন হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিকট আওয়াজে আতঙ্কিত এলাকার বাসিন্দারা ঘর ছেড়ে বেরিয়ে পড়েন রাস্তায়। যথারীতি আসল ঘটনা সামনে আসে এবং জানা যায় পুলিশের হাত থেকে এই বিস্ফোরণ হয়েছে। এবং এলাকার মানুষের যত ক্ষোভ গিয়ে জমা হয় পুলিশের ওপর। পুলিশ এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপরেই শুরু হয় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জ্জী সেসময় নৈহাটি এলাকায় যান এবং দাবি করেন ঐ এলাকায় প্রচুর পরিমাণে বিস্ফোরক জমা হয়ে রয়েছে।

পাশপাশি তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় সংস্থা এনআইএ এর হাতে তুলে দেওয়ার দাবি ওঠে গেরুয়া শিবির থেকে। একইসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকরও এই বিস্ফোরণের তদন্ত দাবি করেন। তিনি টুইটারে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এতদিন ধরে সেই তদন্তই চালাচ্ছিল এনআইএ। অবশেষে মামলার চার্জশিট জমা করা হলো। তবে চার্জশিটে কার কার নাম আছে বা কারোর নাম আছে কিনা এখনও পর্যন্ত তা জানা যায়নি। আগামী দিনে নৈহাটি বিস্ফোরণ কাণ্ডের রেশ কোনদিকে গড়ায় সে দিকে নজর রাখবে ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!