এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোটের আবহে ক্রমশ রক্তাক্ত রাজ্য! দু-দুটি গুলিবিদ্ধ জনপ্রিয় নেতা! অল্পের জন্য বাঁচলেন প্রাণে

ভোটের আবহে ক্রমশ রক্তাক্ত রাজ্য! দু-দুটি গুলিবিদ্ধ জনপ্রিয় নেতা! অল্পের জন্য বাঁচলেন প্রাণে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বিহার বিধানসভা নির্বাচনের দুই দফা শেষ। এবার তৃতীয় দফার নির্বাচনের তৈয়ারিতে রাজ্য। কিন্তু তার মধ্যেই বেশকিছু ঘটনা এমন ঘটছে, যা যথেষ্ট আতঙ্কজনক। বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দেখা যাচ্ছে, নির্বাচনে যোগ দেওয়া প্রার্থীরা বারবার আক্রান্ত হচ্ছেন। আর এই নিয়ে ক্রমশ উত্তেজনা ছড়াচ্ছে বিহার জুড়ে। বিহারের তৃতীয় দফার নির্বাচনের আগে আবারও প্রার্থীকে লক্ষ্য করে চলল গুলি। ঘটনাটি ঘটেছে দ্বারভাঙা জেলার ছায়াঘাট বিধানসভা কেন্দ্রের। সূত্রের খবর, নির্দল প্রার্থী রবীন্দ্রনাথ সিং আততায়ীদের গুলিবিদ্ধ হয়েছেন গভীর রাতে। গুরুতর জখম নির্দল প্রার্থী রবীন্দ্রনাথ সিং এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

নির্দল প্রার্থী রবীন্দ্রনাথ সিং এর হাতে ও পায়ে দুটি গুলি লেগেছে বলে খবর। নির্দল প্রার্থীকে হামলার পর থেকে ছায়াঘাট ভোটকেন্দ্রের নিরাপত্তা আরো জোরদার করল নির্বাচন কমিশন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার গভীর রাতে প্রচার শেষ করে বাড়ি ফিরছিলেন প্রার্থী রবীন্দ্রনাথ সিং। সে সময় তাঁকে খুন করতে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন নির্দল প্রার্থী। পরে এই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিহার বিধানসভা নির্বাচনের ঘোষণার পর থেকেই দেখা যাচ্ছে প্রার্থীদের খুনের চেষ্টা, মারধর নিয়মিত চলছে। একদিন আগেই কল্যাণপুর সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের যুব ক্রান্তিকারী পার্টির প্রার্থী সুরজ কুমারকেও গুলি করা হয়েছে।

প্রথম দফা ভোটের আগে শিবহর জেলায় জেডিইউ প্রার্থীকে গুলি করে খুন করা হয়। পাশাপাশি গুলিতে গ্রামবাসীর মৃত্যু ও হামলাকারীদের ধরে গণপ্রহার এর ঘটনা ঘটছে। শিবহরের ঘটনায় এক হামলাকারীর মৃত্যু হয় বলে জানা গেছে। বিধানসভা নির্বাচন শুরুর আগে পাটনায় এক বিজেপি নেতাকে গুলি করে খুন করা হয়। পূর্ণিয়ায় নির্দল প্রার্থীকে ঘরে ঢুকে আততায়ীরা গুলি করে মারে। খাগাড়িয়াতে জেডিইউ প্রার্থীকেও লক্ষ্য করে গুলি করা হয়। যদিও তিনি বেঁচে গেছেন। অন্যদিকে বিভিন্ন আসনের আরো কিছু প্রার্থী যখনই প্রচারে বেরোচ্ছেন, তখনই ভোটারদের আক্রোশের মুখে পড়ছেন। প্রতিটি হামলার পেছনে অবশ্য রাজনৈতিক কারণকেই দেখছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশও সব দিক খতিয়ে তদন্ত শুরু করেছে। তবে ভোটগ্রহণ চলার সময় কোথাও কোনো হামলার ঘটনা ঘটেনি বলে জানা যাচ্ছে। বিহারে এর আগে  মুঙ্গেরে দূর্গা পূজার বিসর্জন ঘিরে তুমুল বাদানুবাদ হয় পুলিশ ও জনতার। যার জেরে পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যু হয়। এই নিয়ে বিশাল তোলপাড় হয় বিহার জুড়ে। বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচনের পরে মুঙ্গেরের বিভিন্ন স্থানে হামলা হয়েছে বলে দাবী অনেকেরই। আপাতত সেখানকার পরিস্থিতি শান্ত বলেই জানা যাচ্ছে।

অন্যদিকে বিহার বিধানসভার নির্বাচনের প্রাক্কালে যেভাবে খুন জখম, হামলার ঘটয়া বেড়ে উঠেছে তাতে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে বলে সরব হয়েছে বিরোধীরা। খুব স্বাভাবিকভাবেই নীতীশ কুমার সরকার অস্বস্তির মুখে। যেভাবে বিভিন্ন ভোট প্রার্থীকে লক্ষ্য করে গুলি চলছে, তাতে স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ চড়ছে বিহারে। ইতিমধ্যে ছায়াঘাট বিধানসভা কেন্দ্রের পরিস্থিতি থমথমে। পুলিশ তদন্তে নেমেছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত আততায়ীদের কেউ ধরা পড়েনি বলে খবর।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!