এখন পড়ছেন
হোম > অন্যান্য > মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে ঘুরবে ভাগ্যের চাকা, কিন্তু ভুল করে এই ৫ টি কাজ করে ফেলেন না তো?

মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে ঘুরবে ভাগ্যের চাকা, কিন্তু ভুল করে এই ৫ টি কাজ করে ফেলেন না তো?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী বলা হয়, শ্রাবণ মাস ভোলানাথের মাস। কাজেই জ্যোতিষশাস্ত্র মতে এই মাসে মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে আপনার ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য। তবে মহাদেবের আরাধনার ক্ষেত্রে একটি কথা জানা দরকার। আপনার বাড়িতে কী শিব লিঙ্গ আছে? শাস্ত্রজ্ঞ পন্ডিতেরা মনে করেন, বাড়িতে শিবলিঙ্গ না রাখাই ভালো, কারণ, শিবলিঙ্গ বাড়িতে থাকলে যে নিয়ম পালন করতে হয় তার অন্যথা হলে আপনি মহাদেবকে অজান্তেই রুষ্ট করে বসবেন। তবে একান্তই যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তবে কয়েকটি কাজ করা থেকে জ্যোতিষ শাস্ত্র আমাদের বিরত থাকতে বলছেন। কী সেগুলো? আসুন, জেনে নেওয়া যাক।

★ হলুদ ঃ- শিবলিঙ্গের গায়ে কখনোই হলুদ দেওয়া যাবে না। হলুদ সাধারণত নারীর সৌন্দর্য বৃদ্ধি করে। তাই হলুদ শিব লিঙ্গে ছোঁয়ালে মহাদেব অসন্তুষ্ট হন, এমনটাই বলা আছে শাস্ত্রে।

★ জ্বাল দেওয়া দুধ ঃ- প্রতি সোমবার শিবলিঙ্গের ওপর দুধ ঢেলে মহাদেবকে পূজা করতে হয়। তবে এটা সব সময় খেয়াল রাখতে হবে শিবলিঙ্গে কাঁচা দুধ ঢালতে হয়। প্যাকেটজাত দুধও এড়িয়ে চলা উচিৎ, কারণ সেই দুধও প্রসেসড করা থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

★ বাড়িতে শিবলিঙ্গ থাকলে শিবলিঙ্গের গায়ে কখনোই সিঁদুর ছোঁয়াতে নিষেধ করেন জ্যোতিষীরা। তাদের মতে, সাধারণত হিন্দু মহিলারা সিঁদুর পড়েন স্বামীর কল্যাণ কামনায়। তাই শিবলিঙ্গে সিঁদুর ছোঁয়ালে স্বামীর ক্ষতিও হতে পারে।

★ শিবলিঙ্গে কখনোই তুলসীপাতা দেওয়া চলে না। তুলসীপাতা শ্রী হরির প্রিয়। কিন্তু শিবলিঙ্গে তুলসীপাতা দিলে মহাদেবের রোষানলে পড়তে হতে পারে৷ শিব পূজা বেল পাতা ছাড়া সম্পন্ন হয় না৷

★ শাস্ত্রবিদরা মনে করেন, বাড়িতে শিবলিঙ্গ থাকলে দেখে নেওয়া উচিৎ সেই শিবলিঙ্গের সঙ্গে সাপের অবস্থান আছো কিনা। শিবলিঙ্গে সাপের জায়গা না থাকলে মহাদেব রুষ্ট হন।

অতএব, মানলে হাজার নিয়ম, না মানলে কিছুই না। সবই মানুষের বিশ্বাসের সাথে জুড়ে থাকে। তাই আপনি যদি মহাদেবের আরাধনা করে তার কৃপা লাভ করতে চান, তো জ্যোতিষ শাস্ত্র মতে কিছু বিধিনিষেধ মেনে চললে ফল ভালোই হয়।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!