এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, অস্বস্তি তুঙ্গে!

শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, অস্বস্তি তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিধানসভা নির্বাচনের আগেই বিক্ষোভ-অবরোধ, অশান্তিতে ক্রমশ অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। একদিকে বিরোধীদের প্রতিবাদ যেমন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দলকে, ঠিক তেমনই বিভিন্ন ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ বিড়ম্বনা বাড়াচ্ছে রাজ্য সরকারের। আর এই পরিস্থিতিতে চাকরির দাবিতে এসএসসি প্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল নাকতলা বিধানসভা এলাকা। যেখানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এসএসসি প্রার্থীদের বিক্ষোভ সংঘটিত হয়।

স্বাভাবিকভাবেই এই বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমত পুলিশ এবং বিক্ষোভকারীদের সংঘর্ষ পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে জমায়েত হন এসএসসি চাকরিপ্রার্থীরা। যেখানে চাকরির দাবি তুলে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। আর তারপরই পুলিশের পক্ষ থেকে তাদের সেই বিক্ষোভ সরানোর জন্য উদ্যোগ নেওয়া হয়।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, রীতিমত বিক্ষোভকারী 50 জন ব্যক্তিকে টেনে-হিঁচড়ে পুলিশভ্যানে তোলা হয়। যার ফলে উত্তেজনা আরও বাড়তে শুরু করে। স্বাভাবিক ভাবেই শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে চাকরির দাবিতে এসএসসি প্রার্থীদের এই বিক্ষোভ যে রীতিমত সরকারের অস্বস্তি বাড়িয়ে দিল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, নির্বাচনের আগেই স্বয়ং মন্ত্রীর বাড়ির সামনে এই ধরনের বিক্ষোভ বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেবে। এমনিতেই বিরোধী দল বিজেপির পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযোগ করা হয়, রাজ্যে বেকারের সংখ্যা বাড়ছে। এমনকি এই প্রবণতাকে বন্ধ করতে তৃণমূল সরকারের বিদায় জরুরি বলেও দাবি করে বিরোধীরা।

আর এই পরিস্থিতিতে নির্বাচনের দিন ঘোষণা যখন শুধু সময়ের অপেক্ষা, তখন শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে এসএসসি চাকরিপ্রার্থীদের এই বিক্ষোভ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করল। সব মিলিয়ে এই গোটা ঘটনায় রাজ্যের শাসকদলের বিড়ম্বনা কতটা বাড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!