এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শিক্ষক দিবসের দিনে টেট দুর্নীতিকে হাতিয়ার করে বিস্ফোরক শুভেন্দু অধিকারী!

শিক্ষক দিবসের দিনে টেট দুর্নীতিকে হাতিয়ার করে বিস্ফোরক শুভেন্দু অধিকারী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি কে হাতিয়ার করে  সরব হয়েছেন বিরোধী দলের সকলেই । প্রাইমারি টেট থেকে শুরু করে আপার প্রাইমারি সর্বস্তরের দুর্নীতি রয়েছে বলে সুর ছড়িয়েছেন বিরোধী দলের সকল স্তরের নেতারা। গত 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হয় সর্বত্র স্থানে স্থানে আর এই  দিন উপলক্ষ্যে রবিবার কাঁথিতে শিক্ষক দিবস এর এক অনুষ্ঠানে রাজ্য সরকারের শিক্ষক দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ তোলেন নন্দীগ্রামের হেভিওয়েট বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  তিনি দাবি করেন যে অনেক শিক্ষকই চাকরির পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছেন আর তারা এখনো বেতন পেয়ে যাচ্ছেন এদের প্রত্যেক কেই তিনি ভুয়ো শিক্ষক বলে মন্তব্য করেন  ।

এদিন শিক্ষক দিবসে উপলক্ষে কাঁথির জনমঙ্গল সমবায় সমিতির সভা গৃহে সমাজের বিভিন্ন স্তরের বুদ্ধিজীবী ও সুশীল সমাজের মানুষদেরকে নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরাও আর এখানেই বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক সমাজের উদ্দেশ্যে নন্দীগ্রামের বিধায়ক তিনি বলেন ‘ভালোর পক্ষে থাকবেন, যুক্তির পক্ষে থাকবেন। খারাপ কিছুর পক্ষ নেবেন না। মাথা নত করার দরকার নেই।’ । এছাড়াও রাজ্যের বিকাশ ভবনের সামনে শিক্ষিকাদের আত্মহত্যার চেষ্টার ঘটনাকে তুলে  ধরেন তিনি এবং তিনি এও জানান যে বর্তমানে গোটা শিক্ষা দপ্তরের চরম দূর্দশার মধ্যে রয়েছে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!