এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > শিক্ষক নিয়োগে ফের জটিলতা, আটকে যেতে চলেছে নিয়োগ প্রক্রিয়া? উদ্বিগ্ন চাকরিপ্রার্থীরা!

শিক্ষক নিয়োগে ফের জটিলতা, আটকে যেতে চলেছে নিয়োগ প্রক্রিয়া? উদ্বিগ্ন চাকরিপ্রার্থীরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   সম্প্রতি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে নিয়োগের ব্যাপারে বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তারপর থেকেই শুরু হয়েছে জটিলতা। উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে তালিকা প্রকাশ করা হলেও, সেই ব্যাপারে অসঙ্গতির কথা তুলে ধরে আদালতের দ্বারস্থ হয় একপক্ষ। যার পরে আদালতের পক্ষ থেকে সেই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করা হয়। পরবর্তীতে আদালতের সবুজ সংকেত পেয়ে সম্প্রতি এই ব্যাপারে প্রাপ্ত নম্বর দিয়ে ইন্টারভিউ তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু তারপরেও জটিলতা অব্যাহত। এবার সেই তালিকায় অসঙ্গতির কথা তুলে ধরে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। স্বাভাবিকভাবেই এই মামলা দায়ের করার ফলে আবার নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে যেতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী বিচারপতি সুব্রত তালুকদার এবং সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে একটি মামলা দায়ের করে। আর কিছুদিন আগেই এই মামলা দায়ের করার ফলে সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু তারপরে ইন্টারভিউ তালিকা প্রকাশ করে স্বচ্ছতা বজায় রেখে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু তা সত্ত্বেও জটিলতা মিটল না কিছুতেই। আবার নতুন করে এই মামলা দায়ের চাকরি প্রার্থীদের মধ্যে নয়া সঙ্কটের আবহ তৈরি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এভাবেই যদি চলতে থাকে, তাহলে কবে চাকরির দুয়ার খুলবে? একের পর এক মামলার ফাঁসে যদি আটকে যায় নিয়োগ প্রক্রিয়া, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে চাকরিপ্রার্থীদের ভবিষ্যত? ইতিমধ্যেই প্রশ্ন তুলে মামলাকারীদের বিরুদ্ধে সরব হয়েছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে আবার বলতে শুরু করেছেন, সকলেই চায়, রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হোক। কিন্তু সেই নিয়োগ-প্রক্রিয়া থেকে যদি অসুবিধা থাকে, তাহলে তো প্রতিবাদ হবেই। সরকারকে বারবার সচেতন করার পরেও সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতা বারবার সামনে এসেছে। এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সম্প্রতি যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানেও অসঙ্গতি রয়েছে বলে দাবি চাকরিপ্রার্থীদের একাংশের।

আর সেই অভিযোগ তুলে ধরে এবার তারা আবারও কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে তাদের মামলা দায়ের করল। স্বাভাবিকভাবেই এই ব্যাপারে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কি রায় দেওয়া হয়, তা অবশ্যই লক্ষণীয় বিষয়। বিশেষ সূত্র মারফত খবর, চলতি সপ্তাহেই এই ব্যাপারে শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে। যার জেরে সেই শুনানি পর্ব থেকে কি উঠে আসে, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে এই জটিলতার সমাপ্তি কবে হয়, সেদিকেই নজর থাকবে সকলের।‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!