এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শিক্ষক নিয়োগের ঘোষণা করতেই মমতাকে চাপে ফেলে দিলেন শুভেন্দু, বিস্ফোরক অভিযোগে নয়া আশঙ্কা!

শিক্ষক নিয়োগের ঘোষণা করতেই মমতাকে চাপে ফেলে দিলেন শুভেন্দু, বিস্ফোরক অভিযোগে নয়া আশঙ্কা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   দীর্ঘদিন ধরেই রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ। যা নিয়ে মাঝেমধ্যেই রাজ্য সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা। আর 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বেরিয়ে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে নির্বাচনী প্রচারে বারবার সেই কথা তুলে ধরেছেন বর্তমান বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তৃতীয় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সম্প্রতি শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে পুজোর আগে এবং পুজোর পরে মার্চ মাসে প্রায় 32 হাজার শিক্ষক নিয়োগ করার কথা জানিয়ে দেন তিনি। শুধু তাই নয়, শিক্ষক নিয়োগ নিয়ে নানা সময় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তবে এবার মেধার ভিত্তিতেই যে নিয়োগ হবে, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বাংলার প্রশাসনিক প্রধান। তবে তারপরেও বিরোধীদের পক্ষ থেকে নানা প্রশ্ন তোলা হয়েছে। আর এবার শিক্ষক নিয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভয় বার্তা দিলেও, তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়কার সতীর্থ তথা বর্তমান বিরোধী দল বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রীতিমত টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেধার ভিত্তিতে নিয়োগের বক্তব্যকে খন্ডন করতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, বুধবার একটি টুইট করেন শুভেন্দু অধিকারী। যেখানে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে শিক্ষক নিয়োগ নিয়ে যে স্বচ্ছতার বার্তা দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় তাকে। টুইটে শুভেন্দু অধিকারী লেখেন, “আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছেন, উচ্চ প্রাথমিকে যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে তৈরি হয়েছে। কিন্তু অবাক করার মত প্রশ্ন হল, মেধার নম্বরটা কোথায়!”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ বাংলার প্রশাসনিক প্রধান এই ব্যাপারে অভয় বার্তা দিলেও, তা নিয়ে সন্দেহ প্রকাশ করতে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কেননা সঠিক নম্বর না দিয়ে গোপনে গোপনে কারচুপি হতে পারে বলে ট্যুইটের মধ্যে দিয়ে সেকথাই বোঝানোর চেষ্টা করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। আর সেই কারণে কেন মেধার নম্বর নেই, সেই ব্যাপারে প্রশ্ন তুলতে দেখা গেল তাকে। যা তৃণমূল সরকারকে বড় চাপের মুখে ফেলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার বিকেল চারটের সময় উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু সেই মেধাতালিকায় কোনো নম্বর নেই। তাই এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এবার লবি করে কিছু হবে না‌। মেধাই শেষ কথা বলবে।

তবে মুখ্যমন্ত্রী এই বার্তা দিলেও, কেন মেধাতালিকায় যারা জায়গা পেয়েছে, তাদের নামের পাশে নম্বর দেওয়া হল না, সেই প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু অধিকারী। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিরোধী দলনেতা এই কথা বলে স্বচ্ছতা নিয়ে যেমন প্রশ্ন তুলে দিলেন, ঠিক তেমনই সরকারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করলেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!