এখন পড়ছেন
হোম > রাজ্য > শিক্ষক নিয়োগের পর এবার দমকল বিভাগের নিয়োগে দুর্নীতির অভিযোগ ! স্থগিতাদেশ জারি হাইকোর্টের !

শিক্ষক নিয়োগের পর এবার দমকল বিভাগের নিয়োগে দুর্নীতির অভিযোগ ! স্থগিতাদেশ জারি হাইকোর্টের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট –  বর্তমানে এসএসসি থেকে শুরু করে প্রাথমিকে দুর্নীতির ঘটনায় চরম চাপে রাজ্য সরকার , যেখানে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত চলছে এমনকি দুর্নীতির ঘটনায় হেভিওয়েটদের তলব করেছে সিবিআই । আর এর মধ্যেই আবরো নিয়গের ক্ষেত্রে বেনিয়মের অভি্যোগ প্রকাশ্যে এলো।এদিন শিক্ষক নিয়গের পর এবার দমকল বিভাগে নিয়োগ দুর্নীতির জন্য প্রায়  দেড় হাজার পদে নিয়োগের উপরে আগামী ১২ ই জুলাই পর্যন্ত  স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার হতে চলেছে এই মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গ উল্লেখ্য যে দমকল বিভাগে নিয়োগের জন্য গত ২০১৮ সালে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল যেখানে দুটি ভুল প্রশ্নের অভিযোগ আনেন পরিক্ষার্থীরা এবং দুজন পরীক্ষার্থীর নম্বর সমান সমান হলে যিনি মৌখিক পরীক্ষাতে বেশি নম্বর পেয়েছেন, তাকে চাকরি দেওয়া হয়েছে। আবার স্পোর্টস কোটা, অগ্নি নির্বাপনের প্রশিক্ষণের শংসাপত্র থাকলে যে অতিরিক্ত নম্বর বা সংরক্ষণ মেলে, সেই সুযোগ দেওয়া হয়নি এমকি সাধারণ চাকরিপ্রার্থীকে তপশিলি কোটায় চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে এই নিয়োগের ক্ষেত্রে  ফলে স্যাটের দারস্ত হন চাকরিপ্রার্থীরা তবে এই সমস্ত অভিযোগ খারিজ হলে  গেলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। আর আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলে এবং আগামী ১২ ই জুলাই পর্যন্ত স্থগিতাদেশর নির্দেশ দেন । সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা বিষয় ও পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।  

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!