এখন পড়ছেন
হোম > জাতীয় > শিক্ষাব্যবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বোমা ফাটালেন পার্থ, জেনে নিন

শিক্ষাব্যবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বোমা ফাটালেন পার্থ, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ করে সোচ্চার হতে দেখা গেছে রাজ্য সরকারকে। কখনও বিমাতৃসুলভ আচরণ, আবার কখনও বা আর্থিক বঞ্চনা, বিভিন্ন বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা। আর এই পরিস্থিতিতে এবার শিক্ষাব্যবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের বিদায়ী শিক্ষামন্ত্রী নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে লাটে তুলে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, শিক্ষাব্যবস্থাকে গৈরিকীকরণ করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করতে দেখা গেল তাকে। স্বাভাবিকভাবেই প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রীর কেন্দ্রের বিরুদ্ধে এই ধরনের অভিযোগকে কেন্দ্র করে রীতিমত শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করার কথা জানিয়ে দেওয়া হয়। আর এরপরই বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়গুলোর পক্ষ থেকে এই পরীক্ষা বাতিলের জন্য ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা তুলে ধরে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়। আর জোর করে এভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য যে পদ্ধতি তৈরি করা হয়েছে, তাকে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “শিক্ষা ক্ষেত্রে গা-জোয়ারি মনোভাব দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার। গায়ে মানে না আপনি মোড়লের মত অবস্থা হয়েছে। শিক্ষাকে গৈরিকীকরণ করার বহুদিন ধরে চেষ্টা চলছে। এখনও তাই করে যাচ্ছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাকে উন্মুক্ত করে সমস্ত স্তরে বর্তমান বাধাকে কি করে কাটানো যায়, সেই চেষ্টা করছেন, তখন প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ সৃষ্টি করে ধন্যবাদ পাওয়ার যে আকাঙ্ক্ষা, শিক্ষাক্ষেত্রে নিশ্চয়ই এর বিরূপ প্রভাব পড়বে।” অর্থাৎ পরীক্ষা বাতিল করে দিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ধন্যবাদ নিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর কৌশল খরেছে মোদী সরকার বলে বুঝিয়ে দিতে চাইলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

বলা বাহুল্য, করোনা পরিস্থিতির কারণে সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যালয়গুলোর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এমনকি বিভিন্ন রাজ্য নিজেদের রাজ্যে মহামারীর কারণে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার কথা জানিয়েছে। তবে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে পরীক্ষা বাতিল করার পরেই ছাত্র-ছাত্রীদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আর সেই নির্দেশকে হাতিয়ার করেই এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শিক্ষাব্যবস্থাকে গৈরিকীকরণ করার অভিযোগ আনলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যার ফলে কেন্দ্রীয় সরকার অনেকটাই অস্বস্তিতে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!