এখন পড়ছেন
হোম > জাতীয় > শিক্ষা দিয়েছে মহারাষ্ট্র! বিধানসভা নির্বাচনের আগে বড়সড় সিদ্ধান্ত গেরুয়া শিবিরের? জেনে নিন

শিক্ষা দিয়েছে মহারাষ্ট্র! বিধানসভা নির্বাচনের আগে বড়সড় সিদ্ধান্ত গেরুয়া শিবিরের? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সামনেই বিহার বিধানসভার নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা জানিয়ে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে জোট শরিক নীতীশ কুমারের দলের সঙ্গে ক্ষমতা পুনর্বারের জন্য দখল করতে উদ্যোগী ভারতীয় জনতা পার্টি। তবে এর সঙ্গে যাতে কোনোমতেই আসন নিয়ে কোনো সমস্যা না হয়, তার জন্য এখন থেকেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তার কারণেই এবার আসন সমঝোতা নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠকে বসলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সহ অন্যান্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বিহারের এনডিএর অন্যতম শরিক এলজেপির সঙ্গে নীতীশ কুমারের দলের দূরত্ব ক্রমশ বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে কংগ্রেসের পক্ষ থেকে সেই এলজেপিকে মহাজোটের দিকে আহবান করা হয়েছে। অন্যদিকে মহাজোট থেকে বেরিয়ে জিতেনরাম মাঝি এনডিএ শিবিরে যোগ দিয়েছেন। তাই এই পরিস্থিতিতে বিহারের বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক জটিলতা। তাই এমতাবস্থায় আসন সমঝোতা নিয়ে যাতে বিজেপি এবং জেডিইউয়ের মধ্যে কোনো দূরত্ব তৈরি না হয়, তার জন্য এখন থেকেই বৈঠকে বসে সমস্যার সমাধান করতে উদ্যোগী দুই দলের নেতৃত্বরা।

একাংশ বলছেন, গত বছর ঝাড়খন্ডে একলা চলো নীতির কারণে বিজেপিকে হারের মুখ দেখতে হয়েছে। অন্যদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিবাদের ফলে শিবসেনার হাত ছেড়ে সেখানকার ক্ষমতাও হাতছাড়া করে ভারতীয় জনতা পার্টি। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে বিহারের জোট শরিকদের সঙ্গে কোন দ্বন্দ্বে না গিয়ে নির্বাচনের আগে সমস্ত সমস্যা মিটিয়ে নিতে চাইছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং নীতীশ কুমারের দলের কাছে এবার অত্যন্ত প্রেস্টিজ ফাইট। এবার যদি তারা ক্ষমতা দখল করতে না পারে, তাহলে তাদেরকে তার পরবর্তী বাংলা এবং অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচনে ব্যাপক চাপে পড়তে হবে। তাই করোনা ভাইরাসের সংকটকালীন মুহূর্তে বিহার বিধানসভা নির্বাচনে যেনতেন প্রকারেণ ক্ষমতা দখল করতে উদ্যোগী এনডিএ।

আর তার কারণেই নিজেদের মধ্যে যাতে কোনো সমস্যা না থাকে, তার জন্য নীতীশ কুমারের দলের সঙ্গে বৈঠক করে বিজেপির নেতৃত্ব সমস্ত রকম সমাধান করতে উদ্যত হলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আসন দফারফার ব্যাপারে কি সিদ্ধান্ত হয় দু’পক্ষের মধ্যে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!