এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শিক্ষামন্ত্রীর গড়ে বিজেপি প্রার্থী শ্রাবন্তী, “ঘরের মেয়ে” বলে মানুষের পাশে থাকার আশ্বাস!

শিক্ষামন্ত্রীর গড়ে বিজেপি প্রার্থী শ্রাবন্তী, “ঘরের মেয়ে” বলে মানুষের পাশে থাকার আশ্বাস!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই কেন্দ্রের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এবার সেই কেন্দ্রকে পাখির চোখ করে সেখানে তারকা প্রার্থী দিয়েছে ভারতীয় জনতা পার্টি। কিছুদিন আগেই দলে যোগদান করেছেন বিশিষ্ট অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

আর বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণায় এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সাথে সাথেই রীতিমতো মন্দিরে পুজো দিয়ে নিজেকে ঘরের মেয়ে বলে দাবি করলেন বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।

সূত্রের খবর, এদিন বেহালা পশ্চিমের 129 নম্বর ওয়ার্ডের গোপাল মিশ্র রোডের শীতলা মন্দিরে পুজো দেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পাশাপাশি দেওয়াল লিখনে অংশগ্রহণ করতে দেখা যায় তাকে। আর তারপরেই তৃণমূলের পক্ষ থেকে যাতে তাকে বহিরাগত প্রার্থী বলা না হয়, তার জন্য নিজেকে “ঘরের মেয়ে” বলে দাবি করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “নিজের পাড়ায় এসেছি। নিজের ছোটবেলাটা আমার এখানে কেটেছে। এখান থেকে আমি বড় হয়েছি। আমার খুব ভালো লাগছে। এই পাড়ার মেয়ে। আমার এখানে এসে আমি খুব খুশি।” কিন্তু তার বিপক্ষে তো তৃণমূলের হেভিওয়েট রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়! সেক্ষেত্রে তারকা প্রার্থী হলেও তিনি কি এই হেভিওয়েট রাজনীতিবিদদের বিরুদ্ধে লড়ে জয় নিশ্চিত করতে পারবেন?

এদিন এই প্রসঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, “বিপক্ষে হেভিওয়েট প্রার্থী রয়েছে জানি। তবে আমি ভগবানকে খুব বিশ্বাস করি। আশা করি, এখানকার বাসিন্দারা আমার সঙ্গে থাকবেন।” পর্যবেক্ষকরা বলছেন, লড়াইটা যে বেহালা পশ্চিমে খুব একটা সহজ নয়, তা খুব ভালো করেই জানে ভারতীয় জনতা পার্টি।

কিন্তু এখানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বেগ দেওয়ার জন্য তারকা প্রার্থী হিসেবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দাঁড় করিয়েছে ভারতীয় জনতা পার্টি। যার ফলে লড়াই যে অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই মন্দিরে পুজো দিয়ে নিজেকে “ঘরের মেয়ে” দাবি করে জনসংযোগ শুরু করে দিলেন বিশিষ্ট অভিনেত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!