এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > শিক্ষা নিয়ে উঠছে আওয়াজ, রাজ্যের বিরুদ্ধে সোচ্চার সুজন!

শিক্ষা নিয়ে উঠছে আওয়াজ, রাজ্যের বিরুদ্ধে সোচ্চার সুজন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে করোনা বিধিনিষেধ থাকলেও, বিভিন্ন ক্ষেত্র সচল রয়েছে। কিন্তু একমাত্র বন্ধ স্কুল কলেজ সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আর এর বিরুদ্ধেই নানা মহলে আওয়াজ উঠতে শুরু করেছে। অবিলম্বে সরকারের এই দিকে নজর দেওয়া উচিত বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে এবার এই বিষয়ে সরব হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যেখানে বর্তমান পরিস্থিতিতে স্কুল-কলেজ কোনোমতেই বন্ধ রাখা উচিত নয় বলে দাবি করলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে একটি মন্তব্য করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যেখানে তিনি বলেন, “সব চলবে, অথচ স্কুল-কলেজ বন্ধ থাকবে। সরকারের তরফ থেকে ট্যাব দেওয়া হয়েছে। সেটা কি বিকল্প ! ডাটা প্যাকের খরচ অসম্ভব ভাবে বেড়েছে। পরীক্ষার্থীরা ডাটা প্যাক ইউজ করতে পারছে না। সরকার কি ডাটা প্যাকের খরচ দেবে ! স্কুল-কলেজ চালু রাখা সমীচীন। আমাদের সরকার কারও কোনো মত শোনে না। রাজ্যে শিক্ষার হার অত্যন্ত বিপজ্জনক জায়গায় যাচ্ছে। ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। সরকারের কোনো হেলদোল নেই। ছেলেমেয়েদের শিক্ষার জীবনে ফিরিয়ে আনতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান সচল করার ব্যাপারে সকলের নজর দেওয়া উচিত। কিন্তু সেদিকে নজর না দেওয়ার কারণেই তৈরি হচ্ছে সমস্যা। আর এই ব্যাপারে যে এবার বিরোধীরাও সোচ্চার হতে শুরু করল, তা সুজন চক্রবর্তীর মন্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গেল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!