এখন পড়ছেন
হোম > রাজ্য > শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলেও পড়াশুনায় রেয়াত নয়, নির্দেশিকা জারি রাজ্যের!

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলেও পড়াশুনায় রেয়াত নয়, নির্দেশিকা জারি রাজ্যের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল রাজ্য। কিন্তু আবার করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত হওয়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। আজ থেকে রাজ্যে একাধিক বিধি-নিষেধ চালু হয়েছে। যার কারণে বন্ধ হয়ে গিয়েছে স্কুল, কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়। কিন্তু আজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, স্কুল বন্ধ হলেও অনলাইন ক্লাস চালু থাকবে। পাশাপাশি শিক্ষকদের সমস্ত প্রশাসনিক কাজে স্কুলে যেতে হবে। প্রয়োজনে ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের সহযোগিতা করতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে জানানো হয় যে, করোনা ভাইরাসের কারণে স্কুল-কলেজ বন্ধ হয়েছে। কিন্তু অনলাইনের মধ্যে দিয়ে সমস্ত পঠন-পাঠন চালু থাকবে। স্বাভাবিকভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ আসার পরেই নানা মহলে নানা প্রতিক্রিয়া সামনে আসতে শুরু করে। অনেকেই বলতে শুরু করেন, বারবার কেন শিক্ষা প্রতিষ্ঠানের ওপর এত কোপ।

তবে এবার শিক্ষা প্রদানের ক্ষেত্রে যে রাজ্য কোনো রকম ঘাটতি রাখতে চাইছে না, তা এই নির্দেশিকার মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে গেল। যার জেরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষিকাদের গতিবিধি যে অব্যাহত থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!