এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বঞ্চিত শিক্ষাবন্ধুদের মহামিছিল কড়া নাড়ল রাজভবনে, সুবিচারের আশায় রাজ্যপালকে স্মারকলিপি

বঞ্চিত শিক্ষাবন্ধুদের মহামিছিল কড়া নাড়ল রাজভবনে, সুবিচারের আশায় রাজ্যপালকে স্মারকলিপি


কিছুদিন আগেই কলকাতার রাজপথে রাজ্যের শিক্ষাবন্ধুদের মহামিছিলে ছোখ আটকে গিয়েছিল রাজ্যবাসীর। কেননা, সরকারি কর্মচারীদের নিজেদের দাবি-দাওয়া নিয়ে মিছিলে হাজির একগাদা – কচিকাঁচা। আর তাদের বুকে পোস্টের সাঁটা – আমরা সরকারি কর্মচারীদের সন্তান, কিন্তু মুখ‍্যমন্ত্রীর জন্য খেতে পাই না! চমকে উঠেছিল রাজ্যবাসী!

তবে সেই মিছিল নিয়ে বিতর্কও কম হয় নি! সরকারি কর্মচারীদের দাবি-দেওয়ার মিছিলে এইভাবে নিজেদের কচিকচি সন্তান-সন্ততিদের এগিয়ে দেওয়ার অর্থ কি? এই প্রসঙ্গে সংগঠনের অন‍্যতম কর্মকর্তা নন্দদুলাল দাস জানিয়েছিলেন, দীর্ঘ আট বছর আমাদের কোনো বেতনবৃদ্ধি ঘটেনি। তার থেকেও বড় কথা, একজন পোষ্ট গ্র্যাজুয়েট কর্মচারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার বেতন দেন মাত্র ৫,২৪০ টাকা! তাই আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে -জীবনযাপন করা রীতিমত দুস্কর হয়ে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নন্দদুলালবাবুর আরও বক্তব্য, আমাদের সন্তানদের ভালো করে খেতে দেওয়া সম্ভব আজকের দিনে এই টাকায়? তাই জীবনের কঠিন-কঠোর সত্যটা রাজ্যবাসীর কাছে, আমাদের সমাজের কাছে তুলে ধরতেই বাধ্য হয়ে একপ্রকার, সন্তান-সন্ততিদের নিয়ে মিছিলে আসতে বাধ্য হয়েছি। শুধু আমরা নই, একজন গ্র্যাজুয়েট শিক্ষিতকে মাস গেলে রাজ্য সরকার যে ভিক্ষার দান দিচ্ছেন – তাতে কতখানি অসহায় আমাদের পরবর্তী প্রজন্মও – তা তুলে ধরতে এই পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল কি?

তবে, এই বিতর্কের মাঝেই কোথাও যেন চাপা পরে গেছে শিক্ষাবন্ধুদের এই মহামিছিল গিয়ে সেদিন কড়া নেড়েছিল রাজভবনের দরজাতেও! শঙ্খ ঘোষ, বোলান গঙ্গোপাধ্যায়, অশোক কুমার গঙ্গোপাধ্যায়, মীরাতুন নাহার,কৌশিক সেন, সমীর আইচ, শাশ্বতী ঘোষ, রনজিৎ শূর, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, অধ্যাপক ভাস্কর চন্দ্র দাস সহ আরও অনেকের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি সেদিন শিক্ষাবন্ধুদের তরফে এক প্রতিনিধিদল রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাতে তুলে দেন। সবমিলিয়ে রাজ্যের শিক্ষাবন্ধুদের ক্ষোভের পরিমান বাড়তে বাড়তে বর্তমানে আকাশ ছুঁয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!