এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শিলিগুড়ির মেয়র পদ ছাড়লেন অশোক, দায়িত্ব পেলেন গৌতম দেব!

শিলিগুড়ির মেয়র পদ ছাড়লেন অশোক, দায়িত্ব পেলেন গৌতম দেব!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2011 হোক বা 2016 সাল, তৃণমূলের যতই দাপট থাকুক না কেন, শিলিগুড়ি থেকে বারবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সিপিএমের অশোক ভট্টাচার্য। কোনোবার তাকে পরাজিত করা সম্ভব হয়নি। তবে এবার 2021 সালের বিধানসভা নির্বাচনের শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে অশোক ভট্টাচার্যকে হারিয়ে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। স্বাভাবিক ভাবেই কোনো সময় পরাজিত না হওয়া অশোকবাবু এবার নির্বাচনী লড়াইয়ে পরাজিত হয়ে যাওয়ার পরেই হতাশ হয়ে গিয়েছিলেন।

আর এই পরিস্থিতিতে পরাজিত হওয়ার পর শিলিগুড়ি পৌরসভার পৌর প্রশাসক পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। তবে মেয়র পদ থেকে অশোক রঞ্জন ভট্টাচার্য সরে যাওয়ার পরেই এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে সেই পৌরসভার দায়িত্ব দিল রাজ্য সরকার। যেখানে একটি বোর্ড গঠন করে গৌতম দেবকে তার মাথায় রেখে চার সদস্যের পৌরবোর্ড গঠন করা হল।

বস্তুত, করোনা ভাইরাসের কারণে রাজ্যে পৌরসভার নির্বাচন নির্দিষ্ট সময়ে করা সম্ভব হয়নি। যার পরিপ্রেক্ষিতে পৌর আইন মোতাবেক প্রশাসকদের হাতে সমস্ত কাজের দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার। তবে বিধানসভা ভোটে শিলিগুড়ি পৌরসভার মেয়র অশোক রঞ্জন ভট্টাচার্য পরাজিত হওয়ার পরেই তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। যার পরিপ্রেক্ষিতে ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী গৌতম দেব পরাজিত হওয়ার পর তাকে শিলিগুড়ি পৌরসভার প্রশাসক করে সন্তুষ্ট রাখতে চাইল রাজ্যের শাসক দল বলে মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, এবার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি. আর বিজেপি জয়লাভের পরই এখানকার প্রাক্তন বিধায়ক অশোক রঞ্জন ভট্টাচার্য শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন। দলের ভরাডুবির কারণ নিয়ে হতাশ প্রকাশ করেছিলেন তিনি। আর এবার শিলিগুড়ি পৌরসভার মেয়র পদ থেকে সরে দাঁড়িয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ বলে খবর।

যার ফলে শিলিগুড়ির ক্ষমতা নিজেদের দখলে রাখতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে সেই পৌরসভার মাথায় বসিয়ে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করল তৃণমূল কংগ্রেস বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!