এখন পড়ছেন
হোম > Uncategorized > শিল্পে আসতে চলেছে বড়সড় জোয়ার! খুশির খবর শোনালেন মমতা!

শিল্পে আসতে চলেছে বড়সড় জোয়ার! খুশির খবর শোনালেন মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে বিনিয়োগের পরিবেশ নেই, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই অভিযোগ করতে দেখা গিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে। তবে নিজেদের শিল্প বিরোধী ভাবমূর্তি ঘোচাতে বারবার নানা পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের বর্তমান তৃণমূল সরকার। কিন্তু তারপরেও সেভাবে কোনো বড় মাপের বিনিয়োগ রাজ্যে আসতে দেখা যায়নি। যাকে কেন্দ্র করে প্রতি মুহূর্তে শাসক শিবিরের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। আর এই পরিস্থিতিতে এবার শিল্প ক্ষেত্রে রাজ্য সরকারের পরবর্তী ডেস্টিনেশনের কথা উল্লেখ করে সকলকে চমকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে খুশির হাওয়া তৈরি হয়েছে রাজ্যবাসীর মধ্যে।

সূত্রের খবর, আজ পানাগড়ে একটি কর্মসূচিতে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তাদের পরবর্তী শিল্প লক্ষ্য সম্পর্কে সকলকে অবহিত করেন তিনি। যেখানে দীর্ঘদিন ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকার দেউচা পাচামি নিয়ে আশার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পরবর্তী শিল্প লক্ষ্য দেউচা পাচামির দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। এখানে যে বিদ্যুৎ উৎপাদন হবে, তাতে আগামী 100 বছরে বাংলায় বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে না। বাংলায় বিদ্যুতের দামও অনেক কমে যাবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, এই দেউচা পাচামি নিয়ে দীর্ঘদিন ধরেই সরকারের উদ্যোগ রয়েছে। এমনকি অনেকেই আশাবাদী, এখানে ঠিকমতো শিল্প গড়ে উঠলে অনেক মানুষের যেমন কর্মসংস্থান হবে, ঠিক তেমনই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তবে তার পরেও সেভাবে শিল্প গঠন না হওয়ায় বারবার বিরোধীদের তোপের মুখে পড়েছে রাজ্য সরকার। কিন্তু এবার পানাগড়ের অনুষ্ঠান থেকে এই ব্যাপারে খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রাজ্যের পরবর্তী লক্ষ্য যে দেউচা পাচামিতে শিল্প কেন্দ্র গড়ে তোলা, তা জানিয়ে দিলেন তিনি। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কবে বাস্তবে রূপায়িত হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!