এখন পড়ছেন
হোম > রাজ্য > শিল্পকে চাঙ্গা করতে বড় উদ্যোগ রাজ্য সরকারের !চালু হচ্ছে বাংলার নতুন শিল্প “বাংলা ডেয়ারি”

শিল্পকে চাঙ্গা করতে বড় উদ্যোগ রাজ্য সরকারের !চালু হচ্ছে বাংলার নতুন শিল্প “বাংলা ডেয়ারি”


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যের অন্যান্ন শিল্পের পাশাপাশি এবার দুগ্ধ শিল্পকে চাঙ্গা করার জন্য বড়োসড়ো উদ্যোগ নিল রাজ্য সরকার ।  বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন মাদার ডেয়ারি ,মেট্রো ডেয়ারির পর সম্পূর্ণরূপে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যে দুগ্ধজাত পণ্যের জন্য নতুন সংস্থা চালু হতে চলেছে যার নাম দেয়া হয়েছে মাদার ডেয়ারি পরিবর্তে “বাংলা ডেয়ারি” ।  এদিন তিনি নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বাংলার নিজস্ব দুগ্ধজাত সংস্থা তৈরি হবে তার নাম দেওয়া হবে “বাংলা ডিয়ারি” , সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই দ্রুত  বাংলার নিজস্ব দুগ্ধজাত দ্রব্য তৈরি হবে । প্রসঙ্গত এর আগেও সুন্দরবনের সুন্দরনি প্রকল্পের মাধ্যমে প্যাকেটজাত দুধ বিক্রি সাফল্যের মুখ দেখিয়ে ছিল  স্বনির্ভর উদ্যোক্তাদের । তবে এবারে রাজ্যজুড়ে প্যাকেটজাত  দুগ্ধ শিল্পের উদ্যোগ নেওয়া হলো “বাংলা ডেয়ারি” মাধ্যমে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!