এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বঙ্গ বিজেপিকে সাহায্য! অন্য সমীকরণ দেখছে তৃণমূল!

শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বঙ্গ বিজেপিকে সাহায্য! অন্য সমীকরণ দেখছে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে রাজনৈতিক কৌশল থেকে শুরু করে নানা বিষয়ে সুযোগ সুবিধা পেয়ে থাকে রাজ্য বিজেপি। আর এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে রাজ্য নেতৃত্বকে অর্থ দিয়ে সাহায্য করা হল। স্বাভাবিকভাবেই এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে। কি কারণে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে রাজ্য বিজেপিকে অর্থনৈতিক সাহায্য করা হচ্ছে, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে রহস্য অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল, এর পেছনে অন্য কারণ রয়েছে। কেননা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বিজেপির অনেক নেতা কর্মী ঘরছাড়া।

এমনকি অনেকেই প্রাণ হারিয়েছেন। তাই সেই সমস্ত দলীয় নেতা-কর্মী এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে যে ব্যাপক অর্থ দরকার, তা বারবার কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছে বিজেপির রাজ্য নেতারা। কিন্তু সেভাবে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এই ব্যাপারে অর্থনৈতিক সাহায্য করা হয়নি। তবে অবশেষে এবার কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য বিজেপিকে সাহায্য প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও বা এর পেছনে অন্য কারণ দেখছে তৃণমূল কংগ্রেস। গোটা বিষয়ে এখন ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ করতে শুরু করেছে তারা।

সূত্রের খবর, সম্প্রতি রাজ্যে আসেন বিজেপির সর্বভারতীয় নেতার শিবপ্রকাশ। যেখানে রাজ্য বিজেপির পক্ষ থেকে যাতে কেন্দ্রের পক্ষ থেকে অর্থনৈতিক সাহায্য করা হয়, তার জন্য তার কাছে একাধিক আবেদন করা হয়। আর তারপরই দিল্লি থেকে যাতে সাহায্য পাঠানো হয় রাজ্যে, তার ব্যবস্থা করেন এই কেন্দ্রীয় নেতা। আর তারপরেই রাজ্য নেতৃত্বের আবেদন অনুযায়ী কেন্দ্রীয় নেতৃত্বের এর পক্ষ থেকে রাজ্যকে সাহায্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে গোটা বিষয়টিকে নিয়ে রাজনৈতিক জলঘোলা কিন্তু কম হচ্ছে না। বিভিন্ন দিক থেকে এই ব্যাপারে নানা প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। বিজেপির পক্ষ থেকে গোটা বিষয়টিকে নিজেদের দলগত বিষয় বলে দাবি করা হলেও, তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে কটাক্ষ। যাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে এই ব্যাপারে বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ‌। তিনি বলেন, “ভোটের আগে ভোট কিনতে টাকা ছড়িয়েছিল। এখন দলের ভাঙ্গন ঠেকাতে টাকা ছড়াচ্ছে। প্রকাশ্যে তালিকা দিয়ে জানাক, কোথায় কোন ক্ষতিগ্রস্তকে কত টাকা দিয়েছে।” যদিও বা তৃণমূলের এই দাবি মানতে নারাজ ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “রাজনৈতিক হিংসায় আমাদের কর্মীদের ক্ষতি এত বিপুল যে, রাজ্যে দলের কোষাগার নিঃশেষ করে সকলকে সবরকম সাহায্য দেওয়া যায়নি। এখন আবার টাকা পাঠানো হচ্ছে। দলের সমস্ত ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর।”

বিশেষজ্ঞরা বলছেন, এতদিন রাজ্য রাজনীতির জ্বলন্ত ইস্যু নিয়ে শাসক বনাম বিরোধীদের মধ্যে তরজা তৈরি হতে দেখা যেত। কিন্তু এবার একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের থেকে রাজ্য নেতৃত্বের কাছে টাকা কেন আসবে, সেই বিষয়টি নিয়েও শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। স্বভাবতই গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!