এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শিশির অধিকারীকে “চোর” বলে কটাক্ষ হেভিওয়েট তৃণমূল নেতার! বাড়ছে জল্পনা

শিশির অধিকারীকে “চোর” বলে কটাক্ষ হেভিওয়েট তৃণমূল নেতার! বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর থেকেই নিজের প্রাক্তন দলকে কড়া ভাষায় আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী। চোর এবং দুর্নীতিবাজ বলে দলের বিভিন্ন নেতাদের আক্রমণ করতে দেখা যাচ্ছে তাকে। কিন্তু এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের যোগ দিলেও, তার পিতা শিশির অধিকারী পূর্ব মেদিনীপুর কংগ্রেসের সভাপতি। স্বভাবিকভাবেই বাড়ির একাধিক সদস্য তৃণমূল কংগ্রেসে থাকলেও, কেন তৃণমূলকে তিনি চোর বলে অভিহিত করছেন, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আর এই পরিস্থিতিতে এবার শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাব দিতে গিয়ে শিশির অধিকারীকে “চোর” বলে কটাক্ষ করলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যখন উনি তৃনমূল কংগ্রেসকে চোর বলছেন, তাহলে ওনার বাবা এখনও তৃণমূল কংগ্রেসের রয়েছেন। তাহলে তিনিও চোর! তার পরিবারের অন্যান্য সদস্যরাও তৃনমূলে রয়েছেন, তাহলে তারাও চোর।” স্বাভাবিক ভাবেই তৃনমূলে থাকা শিশির অধিকারী সম্পর্কে মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ এই ধরনের মন্তব্য করায় তৃণমূলের সঙ্গে অধিকারী পরিবারের দূরত্ব বৃদ্ধি পেল। যাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে যেতে পারে বলে মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, শুভেন্দু অধিকারী তৃণমূলে যোগ দিলেও কেন তার পরিবারের সদস্যদের তিনি তৃণমূলে নিয়ে যেতে পারছেন না! যার পাল্টা জবাব দিয়েছেন সেই শুভেন্দু অধিকারী। যেখানে তিনি জানিয়ে দিয়েছেন, রামনবমী এখনও আসেনি। আমার বাড়িতেও পদ্ম ফুটবে। সময় হলে সবাই যোগ দেবেন। আর এমত পরিস্থিতিতে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে।

খুব দ্রুত তার পিতা শিশির অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারী গেরুয়া শিবিরে নাম লেখাবেন বলে মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাব দিতে গিয়ে যেভাবে শিশির অধিকারীকে “চোর” বলে কটাক্ষ করলেন, তারিক শিশিরবাবু এবার দলের বিরুদ্ধে মুখ খুলতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!