এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শিশির অধিকারীকে নিয়ে মুখ খুললেন মুকুল! জেনে নিন!

শিশির অধিকারীকে নিয়ে মুখ খুললেন মুকুল! জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই তার পরিবারকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছিল‌। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী কি করবেন, তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। আর এই পরিস্থিতিতে সোমবার দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় শিশির অধিকারীকে।

স্বাভাবিকভাবেই এই ঘটনার পর জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। তাহলে কি শিশিরবাবুর তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করল! আর এই প্রশ্ন যখন উঠতে শুরু করেছে, ঠিক তখনই শিশির অধিকারীর অপসারণ নিয়ে মুখ খুলতে দেখা গেল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে। যেখানে নিজের মন্তব্যের মধ্যে দিয়ে তৃণমূল প্রচন্ড অন্যায় করেছে বলে দাবি করলেন তিনি।

সূত্রের খবর, এদিন শিশির অধিকারীর অপসারণ প্রসঙ্গে মুখ খোলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, “তৃনমুল তো পারিবারিক দল। যে যেভাবেই বলুন না কেন, এটা পিসি ভাইপোর দল। তারা সিদ্ধান্ত নিয়েছে। এখানে কিছু বলার নেই। শিশিরদা প্রবীণ মানুষ। দীর্ঘদিন সাংসদ ছিলেন। জীবনের শেষ লগ্নে এটা না হলেই বোধহয় ভালো হত।” বিশেষজ্ঞরা বলছেন, মুকুল রায় একথা বলে তৃণমূলের সঙ্গে শিশির অধিকারীর দূরত্বকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, শিশির অধিকারীর প্রতি তৃণমূল কংগ্রেস প্রচণ্ড অন্যায় করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই এর ফলে শিশির অধিকারীর ক্ষোভ আরও বাড়তে শুরু করবে বলেই দাবি করছেন একাংশ। পাশাপাশি মুকুল রায়ের এই মন্তব্যের মধ্যে দিয়ে শিশির অধিকারীর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপকে কেন্দ্র করেও জল্পনা অনেকটা বৃদ্ধি পেল বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই শিশির অধিকারীকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ছেলে বিজেপিতে গেলেও তিনি কী করবেন, তা নিয়ে অনেকের মনেই দানা বাঁধতে শুরু করেছিল প্রশ্ন।

আর এই পরিস্থিতিতে সেই শিশিরবাবুর সঙ্গে তৃণমূল কংগ্রেস দূরত্ব যে অনেকটাই বাড়িয়ে দিল, তা সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার ঘটনাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। তবে শিশির অধিকারীকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার সাথে সাথেই তৃণমূলকে পারিবারিক কোম্পানি বলে কটাক্ষ করে রীতিমত ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপির মুকুল রায়। স্বাভাবিক ভাবেই গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!