এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “শিশিরবাবুর সঙ্গে যোগাযোগ করা হবে” জল্পনা বাড়িয়ে দাবি হেভিওয়েট বিজেপি নেতার!

“শিশিরবাবুর সঙ্গে যোগাযোগ করা হবে” জল্পনা বাড়িয়ে দাবি হেভিওয়েট বিজেপি নেতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত 19 শে ডিসেম্বর অমিত শাহের হাত ধরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই রীতিমত নীরব রয়েছেন তার পিতা তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির অধিকারী। তৃণমূলের পক্ষ থেকে ক্রমশ শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে মীরজাফর বলা হলেও, সেভাবে কোনো বিবৃতি দিতে দেখা যায়নি শিশিরবাবুকে। তবে ছেলে বিজেপিতে গেলেও শিশিরবাবু যেহেতু তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তাই তিনি কেন দলের কোনো কর্মসূচিতে উপস্থিত হচ্ছেন না, তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। অনেকে নিশ্চিত ছিলেন যে, শিশিরবাবুর বিজেপিতে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা।

এমনকি শুভেন্দু অধিকারীর গলাতেও সেই সুর শোনা গিয়েছিল। আর এই পরিস্থিতিতে সোমবার শিশিরবাবুকে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর জল্পনা আরও বাড়তে শুরু করে। অনেকেই বলতে শুরু করেন, এবার কি তৃণমূলের সঙ্গে সম্পর্কের অবনতি হতে শুরু করবে শিশির অধিকারীর! তবে শিশির অধিকারী এই ব্যাপারে কোনো মন্তব্য না করলেও, এবার তাকে নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। যেখানে শিশিরবাবুর সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়ে দিতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, এদিন বিজেপিতে শিশির অধিকারী যোগ দেবেন কিনা, তা নিয়ে প্রশ্ন করা হয় মুকুল রায়কে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “বিজেপিতে আসবেন কিনা জানি না। তবে নিশ্চয়ই যোগাযোগ হবে। কথা বলে নিশ্চিতভাবেই দল একটা সিদ্ধান্ত নেবে।” স্বভাবতই যে শিশির অধিকারীকে নিয়ে এতদিন জল্পনা চলছিল, সেই শিশিরবাবুকে এখন দলে নেওয়ার ব্যাপারে যে তারা যথেষ্ট উদ্যোগী, তা মুকুল রায়ের কথাতেই পরিস্কার হয়ে গেল বলে মনে করছেন সকলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে আবার বলতে শুরু করেছেন, শিশিরবাবুকে দলে নেওয়ার জন্য যোগাযোগ করা হবে, নাকি ইতিমধ্যেই সেই যোগাযোগের কাজ সেরে ফেলে দিয়েছেন মুকুলবাবুর দল! কেননা শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দেওয়ার পর শিশিরবাবুরা চুপচাপ বসে থাকবেন, তা সত্যিই মানতে পারছেন না বিশেষজ্ঞরা। তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে থেকেও, যেভাবে দলের কোনো কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি অধিকারী পরিবারের কোনো সদস্যকে। তাতে তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে কার্যত ধোঁয়াশা তৈরি হয়েছিল। আর এই পরিস্থিতিতে সেই শিশির অধিকারী সম্পর্কে মুকুল রায়ের এই মন্তব্য জল্পনাকে ক্রমশ বাড়িয়ে দিতে শুরু করল বলেই মত বিশেষজ্ঞদের।

একাংশ বলছেন, তাহলে কি এবার খেলা শেষের পথে! এবার কি অধিকারী পরিবারের সবথেকে প্রবীণ সদস্য যোগদান করতে চলেছেন ভারতীয় জনতা পার্টিতে! কেননা এর আগেও মুকুল রায় যে যে নেতা সম্পর্কে এরকম মন্তব্য করেছেন, কিছুদিন পরেই তাদের বিজেপিতে নাম লেখাতে দেখা গেছে। সেক্ষেত্রে শিশির অধিকারী সম্পর্কে মুকুল রায়ের এই মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কি করেন শিশির অধিকারী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!