এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শীতলকুচি কাণ্ডে মমতাকে আক্রমণ শাহের, করলেন বিস্ফোরক অভিযোগ!

শীতলকুচি কাণ্ডে মমতাকে আক্রমণ শাহের, করলেন বিস্ফোরক অভিযোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  চতুর্থ দফার নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে চার জন ব্যক্তির। আর এরপর থেকেই শাসক-বিরোধী তরজা ক্রমাগত বাড়তে শুরু করেছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনী একযোগে মিলে এই ঘটনা ঘটিয়েছে। আর এই পরিস্থিতিতে চতুর্থ দফার নির্বাচনের পর যখন চারজন মানুষের মৃত্যু নিয়ে রাজনৈতিক তরজা চরমে, ঠিক তখনই পঞ্চম দফার নির্বাচনের আগের দিন বিজেপির পক্ষ থেকে একটি অডিও টেপ ভাইরাল করা হয়।

যেখানে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন করতে দেখা যায় কোচবিহার জেলা তৃণমূল সভাপতি তথা শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়কে। যে অডিও টেপে শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কথা। যেখানে তৃণমূল নেত্রী মৃত ব্যক্তিদের ডেডবডি নিয়ে মিছিল বের করার নির্দেশ দেন জেলা তৃণমূলের সভাপতিকে। স্বাভাবিক ভাবেই বিজেপির পক্ষ থেকে এই অডিও টেপ প্রকাশ্যে ভাইরাল করে দেওয়ার পরেই নানা প্রশ্ন তোলা হয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর এবার গোটা বিষয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির সর্বভারতীয় চাণক্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, আজ পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে আসেন বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শীতলকুচির ঘটনার কথা তুলে ধরেন তিনি‌। অমিত শাহ বলেন, “শীতলকুচির মৃতদের নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ যে অডিও টেপে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেডবডি নিয়ে মিছিল করার নির্দেশ দিতে দেখা গিয়েছিল, সেই অডিও টেপকে হাতিয়ার করেই এবার তৃণমূল নেত্রীর বিরুদ্ধে মৃতদেহ নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন অমিত শাহ। স্বাভাবিক ভাবেই ষষ্ঠ দফার নির্বাচনের আগে অমিত শাহের গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ধরনের বিস্ফোরক অভিযোগ ওঠায় তৃণমূল যে কিছুটা হলেও চাপের মুখে পড়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে।

বিশ্লেষকরা বলছেন, চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচির ঘটনা নিঃসন্দেহে বড়সড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল শাসক থেকে শুরু করে বিরোধী সকল রাজনৈতিক দলের কাছে। কিন্তু পঞ্চম দফার নির্বাচনের আগে তৃণমূল নেত্রীর জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের সঙ্গে কথা প্রকাশ্যে আসার পরেই বিজেপির পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছিল প্রশ্ন।

যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ তুলেছিল ভারতীয় জনতা পার্টি। আর এবার ষষ্ঠ দফার নির্বাচনের প্রচারে রাজ্যে এসে সেই একই অভিযোগ করতে দেখা গেল অমিত শাহকে। সব মিলিয়ে বিজেপির সর্বভারতীয় চাণক্যের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!