এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শিয়রে পৌরভোট, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল উত্তরবঙ্গ!

শিয়রে পৌরভোট, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল উত্তরবঙ্গ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সামনেই পৌরসভা নির্বাচন। সবকিছু ঠিক থাকলে আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের মেয়াদ উত্তীর্ণ সমস্ত পৌরসভার নির্বাচন করানোর কথা রয়েছে। আর এই পরিস্থিতিতে মালদহ জেলা তৃণমূলের পক্ষ থেকে পৌরসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেই বৈঠকে কার্যত অনুপস্থিত থাকতে দেখা যায় ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে।

স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছে। যার জেরে প্রকাশ্যে আসতে শুরু করেছে শাসকদলের গোষ্ঠী কোন্দল।সূত্রের খবর, এদিন তৃণমূলের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অন্যান্যরা। আর সেখানেই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

যদিও বা তাকে এই বৈঠক ডাকাই হয়নি বলে জানিয়ে দিয়েছেন কৃষ্ণেন্দুবাবু। যার জেরে নতুন করে তৈরি হয়েছে সমস্যা। যদিও বা জেলা সভাপতির পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষ্ণেন্দুবাবু অসুস্থ ছিলেন। সেই কারণে তিনি বৈঠকে উপস্থিত হতে পারেননি। স্বাভাবিকভাবেই দাবি, পাল্টা দাবিকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে মালদহ জেলা রাজনীতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!