এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > “শকুন” বলে আক্রমণ, কেন্দ্রীয় মন্ত্রীর বেলাগাম মন্তব্যে সমালোচনার ঝড়!

“শকুন” বলে আক্রমণ, কেন্দ্রীয় মন্ত্রীর বেলাগাম মন্তব্যে সমালোচনার ঝড়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে আছড়ে পড়ার পর দিনকে দিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। দেশের বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে বারবার কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আর এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আক্রমণের পরিপ্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে নাম না করে তাকে *শকুন” বলে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

আর কেন্দ্রীয় মন্ত্রীর বিরোধী নেতাকে এই ধরনের বেলাগাম আক্রমণকে কেন্দ্র করে নানা মহলে শোরগোল তৈরি হয়েছে। একজন দায়িত্বশীল মন্ত্রীর বিরোধী নেতার উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করা কি আদৌ যুক্তিযুক্ত, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। ইতিমধ্যেই দেশজুড়ে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনকে হাতিয়ার করে ভারত সরকারকে করোনা নিয়ে আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যেখানে বুধবার একটি তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, বর্তমানে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার যে পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে, তা সম্পূর্ণ ভুল। বাস্তবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছয় লক্ষ মানুষের বলে সেই প্রতিবেদনের তথ্য উল্লেখ করতে দেখা যায় তাকে। আর এরপরই গোটা ঘটনা নিয়ে সেই রাহুল গান্ধীকে নাম না করে কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

সূত্রের খবর, এদিন একটি টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। যেখানে তিনি লেখেন, “কংগ্রেস নিজস্ব স্টাইলের লাশের রাজনীতি করছে। গাছের ডালে শকুনের সংখ্যা যতই কমে যাক, মনে হয়, ওদের শক্তি মাটির শকুনদের মধ্যে রূপান্তরিত হচ্ছে। রাহুল গান্ধী দিল্লি থেকে নিউইয়র্কের তথ্যে বেশি ভরসা করেন। লাশের রাজনীতি কিভাবে করতে হয়, তা এই মাটির শকুনদের দেখে শেখা উচিত।” স্বভাবতই কেন্দ্রীয় মন্ত্রীর এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে রীতিমত শোরগোল তৈরি হয়েছে গোটা দেশজুড়ে। নানা মহলে তৈরি হয়েছে বিতর্ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলতে শুরু করেছেন, রাজনীতিতে তর্ক-বিতর্ক থাকবে। কিন্তু আক্রমণ করতে গেলেই যদি প্রতিপক্ষ সেই আক্রমণের বদলে শালীনতার মাত্রা অতিক্রম করেন, তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এক্ষেত্রে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। সেদিক থেকে করোনায় ভারতবর্ষে যে মৃত্যু হচ্ছে, তার তথ্য চেপে যাওয়া হচ্ছে বলে সম্প্রতি সরব হয়েছেন রাহুল গান্ধী।

কিন্তু তাকে আক্রমণ করতে গিয়ে যেভাবে শকুনের কথা উল্লেখ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনিতেই মানুষ বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তার মধ্যে বিরোধী নেতার আক্রমণের জবাব দিতে যদি এই ধরনের ভাষার আশ্রয় খুঁজে নেন কেন্দ্রীয় মন্ত্রী, তাহলে তা দেশবাসীর কাছে খুব একটা ভালো বার্তা নিয়ে আসবে না বলেই মনে করা হচ্ছে।

স্বাভাবিক ভাবেই কেন্দ্রীয় মন্ত্রীর পক্ষ থেকে বিরোধী নেতার উদ্দেশ্যে এই ধরনের আক্রমণ যে মানুষের মনে খুব একটা ভালো প্রভাব পড়বে না, তা বলাই যায়। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে একাংশের মধ্যে। পাশাপাশি এই বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেস যে আরও বেশি করে বিজেপির বিরুদ্ধে সরব হবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!