এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অসুস্থতার কারণে আপাতত অন্তরালে মেয়র শোভন চট্টোপাধ্যায়

অসুস্থতার কারণে আপাতত অন্তরালে মেয়র শোভন চট্টোপাধ্যায়


গত কয়েকদিন ধরে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে বিতর্ক কম হয় নি। কখনো নারদ কাণ্ডে তিনি যুক্ত থাকার সাথে সাথে নাম জড়িয়ে যাচ্ছে তাঁর স্ত্রী ও শ্যালকের। জিজ্ঞাসাবাদের ডাকা হচ্ছে তার পরিবারের সদস্যদের। আবার কখনো বা মেয়র ও মেয়র পত্নীর ‘গার্হস্থ্য হিংসার’ কারণে ডিভোর্সের খবরে বাজার সরগরম। এরই মধ্যে আপাতত অন্তরালে চলে গেলেন তিনি।
শোভনবাবুর কাছ থেকেই জানা যাচ্ছে, বাথরুমে পড়ে গিয়ে কোমরে জোর চোট পেয়েছেন তিনি আপাতত আগামী এক সপ্তাহ তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকেরা। আর তাই আগামী এক সপ্তাহ না পুরভবন না বিধানসভা অধিবেশন, কোথাও পাওয়া যাবে না কলকাতার মেয়র তথা রাজ্যের গুরুত্ত্বপূর্ন তিন দপ্তরের মন্ত্রীকে। সূত্র মারফত জানা যাচ্ছে, তাঁর এই অনুপস্থিতির কথা তিনি ইতিমধ্যেই বিধানসভার স্পিকারের কাছে লিখিত ভাবে জানিয়ে দিয়েছেন। যেহেতু শোভনবাবু আপাতত ‘গৃহবন্দী’ তাই পুর প্রশাসন এবং তাঁর মন্ত্রকের সব কাগজপত্রের কাজ তিনি আপাতত বাড়িতে বসেই সারবেন বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!