এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শহীদ দিবস পালন হলেও, অভিনব কর্মসূচি গ্রহণ করার নির্দেশ, সায়নীর বার্তা ঘিরে জল্পনা!

শহীদ দিবস পালন হলেও, অভিনব কর্মসূচি গ্রহণ করার নির্দেশ, সায়নীর বার্তা ঘিরে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  1993 সালের 21 জুলাইয়ের দিনটিকে স্মরণ করে আজও শহীদদের প্রতি সম্মান জানাতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। এই দিনটিতে 13 জন যুব কংগ্রেস কর্মী শহীদ হয়েছিলেন। আর তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবছর ধর্মতলায় ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু গত বছর থেকে করোনা পরিস্থিতির কারণে তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে রয়েছে। এবারেও ভার্চুয়ালি এই শহীদ দিবস উপলক্ষে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এতদিন কখনও শুভেন্দু অধিকারী, কখনও সৌমিত্র খাঁ, আবার কখনও বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা যুব সংগঠনের পক্ষ থেকে এই শহীদ দিবসের দিন যুবদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল।

কিন্তু এবার 2021 এর বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পাওয়ার পর সংগঠনের রদবদল করে সেই যুব সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বিশিষ্ট অভিনেত্রী সায়নী ঘোষের কাঁধে। তাই সেদিক থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠান হলেও, সায়নী ঘোষ এবং যুব সংগঠনের গুরুত্ব যে অপরিসীম, তা বলার অপেক্ষা রাখে না। তবে শহীদ দিবস ভার্চুয়ালি পালন হলেও, সেই দিনটিকে স্মরণ রেখে এবার জেলার যুব সংগঠনগুলোকে বড় নির্দেশ দিতে দেখা গেল রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে। যেখানে নানা সামাজিক কাজ কর্মের মধ্যে দিয়ে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে এবার ধর্মতলা শহীদ দিবস পালন করা না গেলেও, সকলকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নিজের নিজের বুথে পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভার্চুয়ালি বক্তব্য রাখবেন, তখন তা জায়েন্ট স্ক্রিন সহকারে অনেক জায়গায় লাগিয়ে মানুষের কাছে তুলে ধরার কথা বলা হয়েছে। তবে শহীদ দিবসের দিন তৃণমূলের পক্ষ থেকে গত বছরের মতো এই বছরও এই সমস্ত কর্মসূচি বাদে আর কিছু রাখা হয়নি। কিন্তু যুব সংগঠনের সভানেত্রী হিসেবে সায়নী ঘোষ বিভিন্ন জেলার নেতৃত্বদের নির্দেশ দিয়েছেন যে সাধারণ মানুষের পাশে থাকতে হবে এই দিনটিকে স্মরণ রেখে। যেখানে নানা সামাজিক কাজকর্মের মধ্যে থাকতে বলা হয়েছে তাদের যুব সংগঠনকে।

বিশেষজ্ঞরা বলছেন, এবারের একুশে জুলাইকে কিছুটা ভিন্ন মাত্রায় মানুষের কাছে উপস্থাপিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে তৃণমূলের ভূমিকা আগামী দিনে কি হবে, সেই ব্যাপারে ভার্চুয়ালি বক্তব্য রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজনৈতিক দিক থেকে সেই একুশে জুলাইয়ের গ্রহণযোগ্যতা তৃণমূল কর্মীদের কাছে এবারে অনেকটা বলেই মনে করা হচ্ছে। আর তার মাঝেই যুব সংগঠনের দায়িত্ব পেয়ে এবার প্রথম একুশে জুলাইয়ে সামাজিক কর্মসূচি পালনের কথাও শোনা গেল সায়নী ঘোষের গলায়। যা রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!