এখন পড়ছেন
হোম > জাতীয় > শহীদ দিবস কে হাতিয়ার করেই কি বাংলা থেকে ভারতযাত্রায় মমতা? অভিনব দেওয়াল লিখনে বাড়ছে জল্পনা!

শহীদ দিবস কে হাতিয়ার করেই কি বাংলা থেকে ভারতযাত্রায় মমতা? অভিনব দেওয়াল লিখনে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, তৃতীয়বার তার নেতৃত্বে যাতে বাংলায় তৃণমূল সরকার গঠন না হয় তার জন্য চেষ্টা করেছিলেন বহু হেভিওয়েট। কিন্তু তাদের সকলের চেষ্টাকে রুখে দিয়ে বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেস। আর বাংলার ক্ষমতা দখল করার পরেই সর্বভারতীয় রাজনীতিতে বিস্তার লাভ করা এবার যে তার প্রধান টার্গেট, তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যেই সংগঠনের নানা দিকের পরিবর্তন করতে শুরু করেছে ঘাসফুল শিবির। বলা বাহুল্য, তৃণমূলের বাৎসরিক বড় কর্মসূচির নাম একুশে জুলাই।

এই একুশে জুলাই থেকেই ভবিষ্যতের পরিকল্পনা কি হবে, তার ব্যাপারে দিক নির্ণয় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু করোনা ভাইরাসের কারণে গত বছরের মত এই বছরও একুশে জুলাই সেভাবে মাঠে-ময়দানে পালন করা হবে না। সেদিক থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলা জয় করার পর 2024 এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তার তো টার্গেট ভারত দখল করা। আর সেই কারণেই একুশে জুলাইয়ের শহীদ দিবসকে হাতিয়ার করে ভারত বিজয় করতে তৃণমূল নেতা-কর্মীদের উৎসাহ কম নেই।

ইতিমধ্যেই বাংলা থেকে দেশের অন্যান্য রাজ্যে যাতে একুশে জুলাইয়ের প্রচার শুরু করা যায়, তার জন্য তৃণমূলের পক্ষ থেকে রীতিমতো তৎপরতা গ্রহণ করা হয়েছে। সেদিক থেকে বাংলার বিভিন্ন জেলাতে একুশে জুলাইয়ের প্রচার করতে গিয়ে দেওয়াল লিখনে তৃণমূলের কর্মীরা গোটা দেশের “মা” হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরছেন। অর্থাৎ আগামী দিনে যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশকে বাঁচাতে এবং বিজেপিকে রুখতে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করবেন, তা একুশে জুলাইয়ের প্রচার এবং এই দেওয়াল লিখনের মধ্যে দিয়েই বুঝিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, কলকাতার শোভাবাজারে তৃণমূল কর্মীদের পক্ষ থেকে দেওয়াল লিখন করা হয়েছে। যেখানে বাংলার মাটিতে প্রতিটি রাজ্যের ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে “মা” হিসেবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের বার্তা যেমন তৃণমূলের একুশে জুলাইয়ের দেওয়ালে দেওয়া হয়েছে, ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় যে গোটা দেশকে বাঁচাতে প্রতিটি রাজ্যের মানুষের পাশে রয়েছেন, তা তুলে ধরেছেন বাংলার তৃণমূল কর্মীরা। একাংশের বক্তব্য, 2024 এর লোকসভা নির্বাচনে তৃণমূল ভারত বিজয়ের লক্ষ্য রাখলেও, বিজেপির পক্ষ থেকে তাকে কটাক্ষ করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলার বাইরে তৃণমূলের সেভাবে বিস্তৃতি নেই‌। তারা কিভাবে ভারত দখল করার স্বপ্ন দেখছে! এটা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। তবে বিজেপির চ্যালেঞ্জকে রুখে দিয়ে একুশে জুলাই থেকেই তৃনমূল তাদের পটভূমি সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে তৈরি করতে চাইছে, তা বাংলায় তৃণমূল কর্মীদের এই দেওয়াল লিখনের মধ্যে দিয়েই আরও একবার স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন একাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই গুজরাট থেকে শুরু করে তামিলনাড়ু, এমনকি ভারতবর্ষের রাজধানী দিল্লিতেও একুশে জুলাই সম্প্রচারিত করার কথা জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ ভারতবর্ষের প্রতিটি রাজ্যতেই যে কমবেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, তা বলাই যায়। অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, বাংলার তৃণমূলের বাৎসরিক কর্মসূচি একুশে জুলাইয়ের থেকেই গোটা ভারতবর্ষকে তৃণমূলের পক্ষে নিয়ে আসতে বিভিন্ন রাজ্যের তৃণমূলের এই প্রচার জোর কদমে হতে দেখা যাচ্ছে।

আর তারই অঙ্গ হিসেবে বিভিন্ন প্রদেশের বিভিন্ন ভাষার কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই নানা প্রদেশের ভাষায় “মা” হিসেবে সম্বোধন করে তৃণমূল কর্মীরা কলকাতার শোভাবাজার এলাকায় অভিনব দেওয়াল লিখন করেছে। যা রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!