এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শোকের ছায়া তৃণমূলে, প্রয়াত হেভিওয়েট বিধায়ক, পরিবারের পাশে দাঁড়াতে মমতা নিজে গেলেন বাড়িতে

শোকের ছায়া তৃণমূলে, প্রয়াত হেভিওয়েট বিধায়ক, পরিবারের পাশে দাঁড়াতে মমতা নিজে গেলেন বাড়িতে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা ঘিরে মেদিনীপুর তথা সারা রাজ্য সরগরম, ঠিক সেসময় তৃণমূলের জন্য এলো এক দুঃসংবাদ।মুখ্যমন্ত্রীর মেদিনীপুরের সভা চলাকালীন খবর এলো মেদিনীপুরের অন্যতম তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই তৃণমূল বিধায়কের মৃত্যুতে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে তৃণমূল শিবিরসহ বাংলার রাজনৈতিক মহলে। কিছুদিন ধরেই কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি।

আজকে যখন তৃণমূল নেত্রী মেদিনীপুরে দাঁড়িয়ে সভা করছেন, তখনও তিনি মৃগেন মাইতির কথা তোলেন। মঞ্চ থেকেই মৃগেন মাইতির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। মূলত বার্ধক্যজনিত অসুস্থতা হেতু তিনি কলকাতা এসএসকেএম হাসপাতালে গত পয়লা ডিসেম্বর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন বলে জানা গেছে। আজ সোমবার তাঁর মৃত্যু হল।মৃত্যুকালে এই তৃণমূল বিধায়কের বয়স হয়েছিল 77। তৃণমূল নেত্রী এদিন মেদিনীপুরের সভা শেষ করা মাত্রই নেত্রীর কাছে খবর আসে তৃণমূল বিধায়ক মৃগেন মাইতির মৃত্যুসংবাদ।

খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী সঙ্গে সঙ্গেই সভাস্থল থেকে সরাসরি মৃগেন মাইতির বাড়িতে যান। তাঁর স্ত্রী সুজাতা মাইতির সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তৃণমূল নেত্রী তৃণমূল বিধায়ক মৃগেন মাইতির মৃত্যু সংবাদ দেন। পাশাপাশি জানান, মৃতদেহ নিয়ে আসার জন্য ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পরিবারের সদস্যদেরও কলকাতা পাঠানোর ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত 2011 এবং 2016 সালে দুবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন মৃগেন মাইতি। পাশাপাশি মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন তিনি। এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মৃত বিধায়ক। তাছাড়া মেদিনীপুর পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত হন তিনি। খুব স্বাভাবিকভাবেই এহেন গুরুত্বপূর্ণ বিধায়ক মৃত্যুবরণ করার সাথে সাথেই মেদিনীপুর নিয়ে চিন্তা বেড়ে গেল তৃণমূল নেত্রীর।

সামনেই একুশের বিধানসভা নির্বাচন। আর তার আগেই জনপ্রিয় তৃণমূল বিধায়কের মৃত্যুতে তৃণমূল শিবিরে শোকের ছায়া। তবে বিশেষজ্ঞদের মতে, জায়গা কখনো ফাঁকা থাকেনা। তাই এবার মেদিনীপুর জেলার এই ফাঁকা জায়গায় বিধায়ক হিসেবে দাঁড়ানোর জন্য কে টিকিট পান, সে দিকে কিন্তু নজর থাকবে সবার। পাশাপাশি রাজনৈতিক মহলের একাংশের মতে, সারা রাজ্যের পাশাপাশি মেদিনীপুর নিয়ে যে তৃণমূল নেত্রীর চিন্তা যে অনেক বেশী তা প্রমাণিত। আর সেক্ষেত্রে শুভেন্দু যে অন্যতম কারণ সেকথা না বললেও চলে। আপাতত মৃগেন মাইতির আসনটি সুরক্ষিত রাখতে নেত্রী কি ব্যবস্থা গ্রহণ করেন সেদিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!