শোকের ছায়া বিনোদন জগতে ! ভক্তদের চোখে জল ,চিরবিদায় নিলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব ! বিনোদন September 21, 2022September 21, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা হল না , সকলকে চিরবিদায় জানিয়ে শেষনিশ্বাস ত্যাগ করলেন কমেনিডিয়ান জগতের বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব । আজ বুধবার দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর। জানা যাচ্ছে যে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল জনপ্রিয় এই কমেডিয়ানকে । গত ১০ই অগাস্ট ট্রেডমিলে শরীরচর্চা করার সময় হঠাত্ই তাঁর বুকে ব্যথা শুরু হয় এবং নীচে পড়ে গেলে তড়িঘড়ি তাঁকে এইমসে ভর্তি করা হয়। এর এমত পরিস্থিতে এত দিন চিকিৎসার তত্ত্বাবধনায় ছিলেন বিখ্যাত কমেডিয়ান তবে দীর্ঘ লড়ায়ের পর অবসান ঘটলো জীবন যুদ্ধের। প্রয়াত হলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব , ফলে বিনোদন জগতে আবারও শোকের ছায়া নেমে আসলো কমেডিয়ান শ্রীবাস্তব মৃত্যুর সংবাদে । আপনার মতামত জানান -