এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শক্তি বাড়াচ্ছে বিজেপি? তৃণমূলের গড়ে খোদ তৃনমূলের জনপ্রতিনিধির বাড়িতে দেওয়াল লিখনের চেষ্টা!

শক্তি বাড়াচ্ছে বিজেপি? তৃণমূলের গড়ে খোদ তৃনমূলের জনপ্রতিনিধির বাড়িতে দেওয়াল লিখনের চেষ্টা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির পক্ষ থেকে প্রতিনিয়ত দাবি করা হচ্ছে, তাদের সঙ্গে তৃণমূলের সকল স্তরের নেতারা যোগাযোগ রাখতে শুরু করেছেন। এমনকি বিজেপির সেকথা অনেক ক্ষেত্রে বাস্তব হতে দেখা যাচ্ছে। প্রায় প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল থেকে অনেক হেভিওয়েট নেতাকে যোগ দিতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিতে। কিন্তু এবার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে। যে ঘটনার পর গোটা জেলা জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যেভাবে তৃণমূল কাউন্সিলরের বাড়ির দেওয়ালে লিখতে শুরু করল ভারতীয় জনতা পার্টি, তাতে কি এখন বিজেপি দিনকে দিন মাথাচাড়া দিতে শুরু করেছে!

তাহলে কি এবার তৃণমূলের সঙ্গে সামনাসামনি লড়াই করার শক্তি তৈরি হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির! সূত্রের খবর, মঙ্গলবার রায়গঞ্জের 26 নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর অভিজিৎ সাহার বাড়ির দেওয়ালে বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখনের চেষ্টা করার সময় কাউন্সিলর এবং তার সহকর্মীরা বিজেপিকে সেই কাজে বাধা দেন। আর এরপরই শুরু হয়ে যায় উত্তেজনা। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই দেওয়ালটি আগে থেকে তাদের দখলে ছিল। কিন্তু বিজেপি জোর করে সেই দেওয়ালে লিখতে গিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে। যদিও বা বিজেপির দাবি, আগে থেকে এই দেওয়ালে কারও দখল ছিল না। তাই তারা চুনকাম করে সেই দেওয়ালে লিখতে গিয়েছিলেন। কিন্তু তাতে তৃণমূল বাধা দিয়েছে। স্বাভাবিকভাবেই অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে এবার সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা।

বিশ্লেষকদের দাবি, এতদিন সেভাবে তৃণমূলের সঙ্গে সামনা-সামনি লড়াই করতে দেখা যাচ্ছিল না ভারতীয় জনতা পার্টিকে। বিভিন্ন সময় বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপি নেতা কর্মীদের উপর আক্রমণ করছে। তাই ঠিকমত বিজেপিকে রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না। কিন্তু এবার যেভাবে তৃণমূল কাউন্সিলরের বাড়ির দেওয়ালে লেখার মত ক্ষমতা দেখিয়ে দিল বিজেপি, তাতে একটা জিনিস পরিষ্কার যে, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবার সামনা-সামনি তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে সম্পূর্ণরূপে প্রস্তুত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে তৃণমূলের কাউন্সিলর অভিজিৎ সাহা বলেন, “দীর্ঘদিন ধরে নির্বাচনের সময় আমাদের বাড়ির দেওয়ালে আমরা নিজেদের দলের প্রার্থীর হয়ে প্রচারে চালাই। এবারও সেটাই করা হবে। সেকথা ভেবে আগে থেকে দেওয়ালটি তৃণমূলের প্রচারের জন্য সংরক্ষণ করা হয়েছিল। আমি সকালে বাড়ি ছিলাম না। সেই সময় বিজেপির লোকজন এসে সেই দেওয়ালে আমাদের দলের প্রচার করতে যায়। আমার স্ত্রী এবং বাড়ির লোকজন তাতে বাধা দিলে ওরা আমার বাড়ির লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার করে। ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাব।”

যদিও বা তৃণমূল কাউন্সিলরের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বিজেপি কর্মী অসিত ঘোষ বলেন, “আমরা নিজেদের দলের প্রচার করতে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখছি। এই দেওয়ালটি আমরা লিখব বলে চুনকাম করিয়েছি। এদিন সকালে চিত্রশিল্পী সেখানে বিজেপি প্রতীক আকলে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা বাধা দেয়। আমরা কারও সঙ্গে কোনো দুর্ব্যবহার করিনি। কথা না বাড়িয়ে চলে এসেছি।”

তবে যে যাই বলুন না কেন, গোটা পরিস্থিতি যে ক্রমশ রাজনৈতিক উত্তেজনায় ভরপুর হয়ে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। যেভাবে দুপক্ষের মধ্যে এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা এবং বচসা তৈরি হল, তাতে নির্বাচনের আগে পরিস্থিতি আরও আয়ত্তের বাইরে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন থেকেই যেভাবে দেওয়াল লিখন দিয়ে বিবাদ তৈরি হয়েছে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে, তাতে ভবিষ্যৎ আরও সংকটজনক হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!