এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শপথ নিয়ে জটিলতা, ধনকরের ট্যুইটের জবাব বাবুলের!

শপথ নিয়ে জটিলতা, ধনকরের ট্যুইটের জবাব বাবুলের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ নিয়ে ব্যাপক জটিলতা তৈরি হয়েছে। তবে অবশেষে অধ্যক্ষ নয়, ডেপুটি স্পিকার বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ করাবেন বলে জানিয়ে দিয়েছেন রাজ্যপাল। আর তারপরেই তৈরি হয়েছে সমস্যা। ইতিমধ্যেই এই ঘটনাকে তুলে ধরে অধ্যক্ষের অপমান হবে বলে শপথ গ্রহণ করাতে অনিচ্ছা প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে এবার টুইটে রীতিমতো তরজায় জড়িয়ে পড়লেন রাজ্যপাল এবং বালিগঞ্জের তৃণমূলের জয়ী প্রার্থী বাবুল সুপ্রিয়।

সূত্রের খবর, ইতিমধ্যেই বেশ কিছু টুইট করে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে দেখা গিয়েছে রাজ্যপাল জাগদীপ ধনকারকে। স্বভাবতই অবশেষে এবার তার পাল্টা একটি টুইট করলেন সেই বাবুল সুপ্রিয়। বস্তুত, এদিন একটি টুইট করেন বালিগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থী। যেখানে তিনি লেখেন, “স্যার, যেহেতু আপনি আমার কাছে একটি প্রশ্ন উত্থাপন করেছেন প্রকাশ্যে, তাই এই বার্তা এড়িয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। বরং বিনয়ের সঙ্গে দায়িত্বপূর্ণ উত্তর দেওয়া প্রয়োজন‌। যদিও আমার সীমিত জ্ঞানে আমি জানি না, সংবিধান শপথ গ্রহণে বাধা দেয় কিনা! বিধায়ক হিসেবে জনসমক্ষে মহামান্য রাজ্যপালের উত্তর দিলাম। মাননীয় মহোদয়, আমি বুঝতে পারি যে, সংবিধান সম্পর্কে আমার জ্ঞান আপনার প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে দুইবারের সাংসদ এবং প্রায় আট বছর ধরে একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আমি কি স্বীকার করতে পারি যে, আমি জানি যখন ট্যুইটারের অস্তিত্ব ছিল না, তখন আমাদের সংবিধান রচিত হয়।” সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!