শপথের সময় চূড়ান্ত অসভ্যতা, একি করে বসলো ইন্ডি জোট? জাতীয় বিজেপি রাজনীতি June 24, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সংসদের প্রথম দিনের অধিবেশনে বিরোধীদের চূড়ান্ত অসভ্যতার চিত্র সামনে উঠে এলো। যেখানে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছিলেন যে, গঠনমূলক কাজ করার জন্য এগিয়ে আসুক বিরোধীরা, সেখানে নিজেদের স্বভাব সিদ্ধ ভঙ্গিমা অনুযায়ী যে জোট তারা গঠন করেছে, সেই ইন্ডি জোটের সমস্ত নেতারা একত্রিত হয়ে যখন সংসদের ভেতরে নতুন সাংসদরা শপথ গ্রহণ করছেন, তখন বাইরে বেরিয়ে বিক্ষোভ করতে শুরু করলেন। যার ফলে সেই বিরোধী জোটের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। প্রসঙ্গত, আজ অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হয়। যেখানে শপথ গ্রহণ করেন একের পর এক নবনির্বাচিত সাংসদরা। আর সেখানেই সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত না থেকে বিরোধীরা বাইরে বেরিয়ে নেট এবং নিটের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যেখানে বিরোধী সাংসদদের হাতে ছিল সংবিধান। তবে এখানেই বিজেপির প্রশ্ন যে, এই ধরনের নাটক করে কি লাভ বিরোধীদের? সংসদের প্রথম দিনে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী না থেকে, গণতন্ত্রকে সম্মান না করে বিরোধীরা যে প্রতিবাদ করে টিকে থাকার চেষ্টা করছে, তা আদতে গণতন্ত্র লঙ্ঘনেরই শামিল। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -