এখন পড়ছেন
হোম > জাতীয় > শহরে নাড্ডার পা পড়তেই নজরে শুভেন্দু, বিজেপি সভাপতির হাত ধরেই কি নেবেন বড়সড় সিদ্ধান্ত

শহরে নাড্ডার পা পড়তেই নজরে শুভেন্দু, বিজেপি সভাপতির হাত ধরেই কি নেবেন বড়সড় সিদ্ধান্ত


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বুধবার উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গোপালনগরে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। মতুয়া অধ্যুষিত গোপালনগরের জনসভায় মুখ্যমন্ত্রী মতুয়া ভোটব্যাংকে ধরে রাখতে কোন নতুন ঘোষণা করেন কিনা? বা কোন বক্তব্য রাখেন কিনা সেদিকে যেমন সকলের নজর  ছিল  তেমনি আজকের দিনেই কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার দুদিনের বঙ্গ সফর রয়েছে।  এই বঙ্গ সফরে তিনি রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে কোন বৈঠক করেন কিনা? সেদিকে কৌতুহল সকলের।

বিজেপি সূত্রে জানা গেছে যে, এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বৈঠকের কোনো কর্মসূচি স্থির করা হয়নি। কিন্তু রাজনীতির ক্ষেত্রে অসম্ভব বলে কিছু নেই। দুদিন ধরে রাজ্যে থাকবেন জে পি নাড্ডা। তাই শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর কোন বৈঠক হবে না, এমন কোনো নিশ্চয়তাও নেই।

আপনার মতামত জানান -

গতকাল থেকেই তাঁর ঠাসা কর্মসূচি ছিল। আজ বৃহস্পতিবার তিনি হানা দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে। ডায়মন্ড হারবারের বিজেপি দলের প্রচারে অংশগ্রহণ করবেন তিনি। ডায়মন্ড হারবারে বাড়ি বাড়ি ঘুরে ‘আর নয় অন্যায়’ কর্মসূচির লিফলেট পর্যন্ত বিলি করতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

তবে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার আগমনকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, যে কোন ব্যক্তি রাজ্যে আসতে পারেন। কিন্তু তাঁর অভিযান রাজ্যে কোনো প্রভাব ফেলবে না। আবার শুভেন্দু অধিকারীর সঙ্গে জে পি নাড্ডার বৈঠক হতে পারে। এই সম্ভাবনাকে ঘিরে যে জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। তাও মেনে নিতে নারাজ তৃণমূল শিবির।

তবে, মন্ত্রিত্ব ছেড়ে দেবার পরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে অস্বস্তি প্রবল তৃণমূলের। তিনি বিজেপিতে যোগদান করতে পারেন বলে, যেভাবে জল্পনা বাড়ছে, সেদিক থেকে বিচার করলে জে পি নাড্ডার সঙ্গে তাঁর কোনো বৈঠক হবে না। এমন কথাও জোর দিয়ে বলা যায়না। এমনও হতে পারে যে, জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করে, তাঁর হাত ধরেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন শুভেন্দু অধিকারী। বিপাকে ফেলে দিতে পারেন শাসকদল তৃণমূলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!