এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হাইকোর্টের শর্তসাপেক্ষে রক্ষাকবচ পেলেন অনুব্রত !সহযোগিতার নির্দেশ দিয়ে বহাল CBI তদন্ত !

হাইকোর্টের শর্তসাপেক্ষে রক্ষাকবচ পেলেন অনুব্রত !সহযোগিতার নির্দেশ দিয়ে বহাল CBI তদন্ত !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটপরবর্তী হিংসা মালাতে CBI এর হাতে  গ্রেপ্তার হোওয়া থেকে রক্ষা পেতে গত বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত সেখানে তার আইনজীবী জানান তদন্তে সিবিআইকে সমস্ত রকম সহায়তা করতে রাজি তাই তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয় এবং সেই সাথে দ্রুত শুনানির আবেদন চেছিলেন ।

আজ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সেই মালার শুনানি হয়েছে । মাননীয় বিচারপতি নির্দেশ দেন সিবিআইকে যে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত জারি রাখতে সঙ্গে তিনি আরো জানান যেহেতু অনুব্রত মণ্ডল প্রধান অভিযুক্ত নন ,তাঁর নামে কোন এফআইআরে নেই তাই অনুব্রতের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না তাঁকে গ্রেফতার করা যাবে না এখনিই ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তাঁকে বোলপুর বা দুর্গাপুরে ডেকে জিজ্ঞাসা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সূত্রের খবর যেহেতু আজ সকাল ১১টায় ডাকা হয়েছিল  অনুব্রতকে এবং এখন সেই সময় অতিবাহিত হয়েছে  তাই ফের নতুন করে যখন খুশি ডাকতে পারে সিবিআই ।এখন আগামীতে আবার কবে CBI নতুন সমন পাঠায়  সেদিকে নজর সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!