এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শোভনকে নিয়ে নতুন কথা বৈশাখীর গলায়, জেনে নিন!

শোভনকে নিয়ে নতুন কথা বৈশাখীর গলায়, জেনে নিন!

বান্ধবীর জন্য দীর্ঘদিনের দল তৃণমূল কংগ্রেস ত্যাগ করতে দুবার ভাবেননি কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের। বান্ধবীর অপমান তিনি কখনোই সহ্য করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মত এত সুন্দর বন্ধু-বান্ধবীর সম্পর্ক দেখে আশ্চর্য হয়েছিলেন সকলেই। বর্তমানে তারা দুজনেই ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন। তবে বিজেপিতে গিয়েও, শোভন চট্টোপাধ্যায়কে বান্ধবী সম্পর্কে অনেক অপমানসূচক মন্তব্য সহ্য করতে হয়েছিল। যার কারণে কার্যত ঘরে বসে গিয়েছিলেন তিনি। তবে সাম্প্রতিককালে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে যোগদান নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে।

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দীর্ঘক্ষন বৈঠক করেছেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূল ত্যাগ করার প্রধান কারণ স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের উত্থান। সম্প্রতি তিনি এই ব্যাপারে প্রবল অসন্তুষ্ট হয়েছিলেন। তবে সম্প্রতি রত্না চট্টোপাধ্যায়কে তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের প্রার্থী দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বলেও মনে করছে একাংশ।আর  এই পরিস্থিতিতে কী বলছেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়? তিনি কি শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার ব্যাপারে সহমত?

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি চাই উনি যেখানেই যান, যেন সসম্মানে থাকেন।” সম্প্রতি বাংলার গর্ব মমতা কর্মসূচির দায়িত্ব তৃণমূল রত্না চট্টোপাধ্যায়কে দিলে, তা নিয়েও মুখ খোলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একটা কর্মসূচি যখন গৃহীত হয়েছে, তখন তো রুপায়ন হবে। আর রুপায়ন হলে কেউ না কেউ দায়িত্ব পাবেন। কিন্তু বাংলার কোন ব্লকে কে কে এই কর্মসূচির দায়িত্ব পেলেন, এসব কি কারও জানা আছে! নেই। শুধু বেহালা পূর্বের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকের নাম নিয়ে কথা হচ্ছিল। কারণ একটাই, সেটা হল তার পরিচয়টা শোভন চট্টোপাধ্যায়ের নামের সঙ্গে জড়িত। কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের পরিচয় ভাঙিয়ে অন্য কেউ রাজনীতি করবেন, এটা উনি পছন্দ করেছিলেন না। আশা করি, তা সকলের কাছে স্পষ্ট।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে পৌরসভার ভোটে শোভন চট্টোপাধ্যায়ের সক্রিয় হওয়া নিয়েও মন্তব্য করেন তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “উনি পৌরসভা হাতের তালুর মত চেনেন। পৌরসভার ভোটে এরকম মানুষ সক্রিয় হলে আমি আন্তরিক ভাবে খুশি হব। কিন্তু উনি কি করবেন সেটা ওর ব্যাপার। আমি বলতে পারি উনি অত্যন্ত দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। সহযোদ্ধা হিসেবে এটাই বলব, আমি চাই, যেখানেই হোক, উনি যেন সসম্মানে থাকেন।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় কথা থেকে স্পষ্ট যে, শোভন চট্টোপাধ্যায় যাতে সসম্মানে থাকেন। কিন্তু তার এই কথা থেকে একটা আভাস পাওয়া যাচ্ছে যে, শোভন চট্টোপাধ্যায় তৃণমূলেও যোগ দিতে পারেন। কেননা এতদিন বিজেপিতে যোগ দিয়ে সেভাবে তিনি সম্মান পাননি। তাই এখন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কথায় যে জল্পনা তৈরি হয়েছে, সেই জল্পনা মোতাবেক শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে কবে যোগ দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!